রেলক্রসিং পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

রেলক্রসিং পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

নিজস্ব প্রতিবেদক

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সেনুয়া বাজার এলাকায় ট্রেনের ধাক্কায় মোজাফফর হোসেন (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ সকালে এ ঘটনা ঘটে। নিহত মোজাফফর হোসেন উপজেলার কাচনডুমুরিয়া গ্রামের বাসিন্দা।

জানা গেছে, নাস্তা খেয়ে বাড়ি ফিরছিলেন মোজাফফর হোসেন।

পথে অরক্ষিত রেলক্রসিং পার হচ্ছিলেন। তিনি কানে কম শোনেন। এ কারণেই হয়েতো ট্রেনের হর্ন তার কানে এসে পৌঁছায়নি। তিনি নিজের মতো রেলক্রসিং পার হচ্ছিলেন।
 

এ সময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে তার বাম হাত ও বাম পা ভেঙে যায় এবং নাক মুখ দিয়ে রক্তক্ষরণ হতে থাকে। কিছুক্ষণ পর তিনি ঘটনাস্থলেই মারা যান।

মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সেনুয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ স্টেশনমাস্টার সোহরাব হোসেন সুজন জানান, মোজাফফর হোসেন নামে ওই বৃদ্ধ রেলক্রসিং পার হচ্ছিলেন। এ সময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।


নৌকায়ই উঠতে হবে: খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী

শুধু গৃহকর্মী বাবদ ট্রাম্প পাচ্ছেন প্রায় ১ লাখ ডলার

মিয়ানমারের উপর আবারও নিষেধাজ্ঞার হুমকি বাইডেনের

ভারতে কমছে সোনার দাম


নিহতের পরিবারের বরাত দিয়ে তিনি আরও জানান, ওই বৃদ্ধ কানে কম শুনতেন। এ কারণেই হয়তো তিনি ট্রেনের শব্দ শুনতে পাননি।  

পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

news24bd.tv নাজিম