অ্যাপ কিংবা অনলাইনে না পারলেও বিকল্প উপায়ে নিবন্ধন: স্বাস্থ্যসচিব

অ্যাপ কিংবা অনলাইনে না পারলেও বিকল্প উপায়ে নিবন্ধন: স্বাস্থ্যসচিব

অনলাইন ডেস্ক

টিকার কোনো ডোজের অপচয় যাতে না হয়, তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যসচিব আবদুল মান্নান। মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) রাজধানীতে এক অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে টিকা দেওয়ার আহ্বান জানান তিনি।

স্বাস্থ্য সচিব বলেন, অ্যাপ কিংবা অনলাইনে কেউ না পারলেও বিকল্প উপায়ে নিবন্ধিত করে টিকা দেওয়া হবে। আর টিকার কোনো ডোজের যেন অপচয় না হয় তা নিশ্চিতে নজরদারি রয়েছে।


 
‘একটি টাকাও আমরা হিসাব রাখতে চাই। মিস করা হবে না। আমরা চাই প্রত্যেকটা ডোজ কোনো না কোনো মানুষের শরীরের যেন প্রয়োগ করতে পারি। ’

আরও পড়ুন:


মৃত তরুণীদের সঙ্গে সেলফী তুলতো মুন্না

 দৌড়ে পালানোর চেষ্টা করেও রক্ষা পায়নি স্কুলছাত্রী

অপ্রাপ্ত বয়স্ক মেয়ের সঙ্গে ট্রাম্পের যৌনকর্মের পর্ন ভিডিও ধারণ করেন তিনি

 

মৃত নারী-শিশু ও তরুণীদের সঙ্গে সেলফি তুলত মুন্না

বাঘ-হরিণ শিকার রোধে রেডঅ্যালার্ট

ভাষাসৈনিক খোন্দকার মালেক আর নেই


 

 

সারা দেশে আগামী রোববার একযোগে শুরু হচ্ছে গণহারে কোভিড টিকাদান কর্মসূচি।

তাই মাঠ পর্যায়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। জেলা সিভিল সার্জন কার্যালয়গুলোতে টিকাদানে সম্পৃক্ত কর্মকর্তাদের দেওয়া হচ্ছে বিশেষ প্রশিক্ষণ। প্রতিটি উপজেলায় গঠন করা হয়েছে দুটি করে টিম।

এতে থাকবেন দুজন টিকাদাতা আর ৪ জন স্বেচ্ছাসেবক। টিকা দিতে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে থাকছে একাধিক বুথ।

news24bd.tv তৌহিদ