ভুয়া বিলে কোটি টাকা আত্মসাত, দুই কর্মকর্তা গ্রেপ্তার

ভুয়া বিলে কোটি টাকা আত্মসাত, দুই কর্মকর্তা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরে ভুয়া বিল দেখিয়ে সরকারি কোষাগার থেকে ২ কোটি ১৯ লাখ ৬৯ হাজার ৪২৮ টাকা আত্মসাৎ মামলায় দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সন্ধ্যায় তাদের কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাশ সরকার পদে কর্মরত আমিরুল ইসলাম, দিনাজপুর জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসে অডিটর পদে কর্মরত মাহাফুজুর রহমান। সোমবার রাতে তাদের গ্রেফতার করা হয়েছে।


হাতিরঝিলে পুলিশের ৪ ঘণ্টার অভিযান

জমজ বর-কনের বিয়ে দেখতে মানুষের ঢল

আর কোনো ছবিতে অভিনয় না করলেও আফসোস নেই: দীঘি


মামলা সূত্রে জানা গেছে, গ্রেপ্তার দুই কর্মকর্তা পরস্পর যোগসাজশে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে ২০১৯ সাল থেকে ২০২১ সালে ৩১ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন সময় ভুয়া বিল তৈরি ও জালিয়াতি করে ২ কোটি ১৯ লাখ ৬৯ হাজার ৪২৮ টাকা আত্মসাৎ করেছেন। সোমবার রাতে কোতোয়ালি থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে তাদের বিরুদ্ধে মামলা করেন জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা সাইফুল ইসলাম।

কোতোয়ালি থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান বলেন, গতকাল রাতে অভিযান চালিয়ে আমিরুল ইসলাম ও মাহাফুজুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

news24bd.tv নাজিম