চিকেন হালিম তৈরি

চিকেন হালিম তৈরি

অনলাইন ডেস্ক

শীতের খাবার মানেই একটু ঝাল একটু গরম। তাই এই ঝাল গরমের খাবার খেলে খেতে পারেন হালিম। এই এটা চিকেন কিংবা বিফ দুইটাতে বানাতে পারনে। কিন্ত কীভাবে তৈরি করবেন।

চলুন জেনে নেই মজাদার চিকেন হালিম তৈরির রেসিপি-

উপকরণ (ডালের জন্য):
মুগ ডাল- ভাজা আধা কাপ
মসুর ডাল- আধা কাপ
অড়হর ডাল- আধা কাপ
মটর ডাল- আধা কাপ

আরও পড়ুন: 


মৃত নারী-শিশু ও তরুণীদের সঙ্গে সেলফি তুলত মুন্না

বাঘ-হরিণ শিকার রোধে রেডঅ্যালার্ট

ভাষাসৈনিক খোন্দকার মালেক আর নেই


 

ছোলার ডাল- আধা কাপ
মাষকলাই ডাল- আধা কাপ
পোলাও চাল- আধা কাপ
লবণ- স্বাদমতো।

প্রণালি:
সব উপকরণ ভালোভাবে ধুয়ে হলুদ ১ চা-চামচ ও মরিচ গুঁড়া ১ টেবিল-চামচ, লবণ দিয়ে সেদ্ধ দিতে হবে। সেদ্ধ হলে ভালোমতো ঘুঁটে নিন।

news24bd.tv তৌহিদ

এই রকম আরও টপিক