হিরো আলমের ‘বাবা তোমার দরবারে সব পাগলের খেলা’

হিরো আলমের ‘বাবা তোমার দরবারে সব পাগলের খেলা’

অনলাইন ডেস্ক

ফেসবুক বা ইউটিউবের আলোচিত মুখ আশরাফুল আলম ওরফে হিরো আলম। ইতিমধ্যেই গান গেয়ে সমালোচিত হয়েছেন তিনি। এরপরও দমে যাননি, প্রকাশ করেছেন একের পর এক নতুন গান।

নিজস্ব ইউটিউব চ্যানেলে ‘বাবু খাইছো’ শিরোনামের গান দিয়ে গায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন হিরো আলম।

গেয়েছেন হিন্দি গানও।

তারই ধারাবাহিকতায় হিরো আলম গাইলেন বর্তমান সময়ের শ্রোতাপ্রিয় গান ‘বাবা তোমার দরবারে সব পাগলের খেলা’। গতকাল প্রকাশিত এই গানটি ইতিমধ্যেই শুনেছেন ১ লাখেরও বেশি দর্শক-শ্রোতা। আর বরাবরের মতো এবারও গানটি ঘিরে চলছে আলোচনা-সমালোচনা।

আরও পড়ুন: 


মৃত নারী-শিশু ও তরুণীদের সঙ্গে সেলফি তুলত মুন্না

বাঘ-হরিণ শিকার রোধে রেডঅ্যালার্ট

ভাষাসৈনিক খোন্দকার মালেক আর নেই


 

তবে সেসব সমালোচনাকে পাত্তা দিতে রাজি নন হিরো আলম। তার বক্তব্য, ‘শ্রোতাদের বিনোদন দেওয়ার জন্যই গান প্রকাশ করা। শ্রোতারা ইচ্ছে হলে শুনবেন, না হলে না। আমি তো আর জোরাজুরি করছি না। ’

news24bd.tv তৌহিদ