তিন ভেন্যু আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব

তিন ভেন্যু আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব

Other

ঢাকার তিন ভ্যেনুতে চলছে আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। সপ্তাহব্যাপী আয়োজিত উৎসবে ৩৭ দেশের ১৭৯টি শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে। প্রতিবারের মতো এবারো উৎসবের আকর্ষনীয় বিভাগ হিসেবে থাকছে বাংলাদেশী শিশুদের নির্মিত সিনেমা প্রতিযোগিতা বিভাগ।

গত ৩০ জানুয়ারী শুরু হয় আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবের ১৪তম আসর।

চিলড্রেনস ফিল্ম সোসাইটি বাংলাদেশের আয়োজনে শুরু হওয়া এই উৎসবের সব প্রদর্শনী শিশু কিশোর অভিভাবক সবার জন্য উন্মুক্ত। মুখে মাস্ক থাকলেই সেটি প্রদর্শনীর টিকিট হিসেবে গণ্য করছেন বলে জানান আয়োজকরা।

আরও পড়ুন:


দক্ষিণ কোরিয়ার নাবিকদের ইরান ত্যাগের অনুমতি

নাতাঞ্জ ও ফোরদু পরমাণু স্থাপনায় স্থাপিত হয়েছে নতুন সেন্ট্রিফিউজ

আবাসন খাতে সবার পছন্দ বসুন্ধরা

আল্লামা মামুনুল হককে বাধা দেয়ার খবরে মাদরাসা ছাত্রদের বিক্ষোভ


প্রতিবারের মতো এবারো উৎসবে থাকছে বাংলাদেশী শিশু নির্মাতাদের ছবি। যেখানে ৬১টি চলচ্চিত্রের মধ্যে নির্বাচিত ১৯টি চলচ্চিত্র প্রদর্শিত হবে।

যার মধ্যে ৫টিকে দেওয়া হবে পুরষ্কার। পুরষ্কারের জন্য গঠিত ৫ সদস্যের জুরিবোর্ডের সবাই শিশু-কিশোর।

“ইয়ং বাংলাদেশী ট্যালেন্ট” শীর্ষক বিভাগে  ১৯-২৫ বছর বয়সী তরুণ নির্মাতারা অংশ নিয়েছেন। মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তি উপলক্ষে “ মুক্তির চলচ্চিত্র” শিরোনামে বিশেষ আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগ রাখা হয়েছে। প্রতিবারের মতো এবারো উৎসবের স্লোগান রাখা হয়েছে “ফ্রেমে ফ্রেমে আগামীর স্বপ্ন”।

news24bd.tv আহমেদ

সম্পর্কিত খবর