সিপিবি নেতা বীর মুক্তিযোদ্ধা মোর্শেদ আলী আর নেই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
অপবাদ দেওয়ার প্রবণতা মানুষের সঙ্গে সুসম্পর্কে চিড় ধরায়
অনলাইন ডেস্ক
অপবাদ দেওয়ার প্রবণতা এক মানুষের সঙ্গে অপর মানুষের সুসম্পর্কে চিড় ধরায়। সামাজিক ও জাতীয় ঐক্যের জন্যও প্রতিবন্ধকতা সৃষ্টি করে এ ধরনের প্রবণতা। যে কারণে ইসলামে অপবাদ দেওয়ার প্রবণতাকে ধিক্কার দেওয়া হয়েছে।
ইসলামী দৃষ্টিতে অপর মুসলমানকে অপবাদ দেওয়া কবিরা গুনাহ। মহান আল্লাহপাক বলেন, 'যারা বিনা অপরাধে বিশ্বাসী পুরুষ ও বিশ্বাসী নারীদের কষ্ট দেয়, তারা মিথ্যা অপবাদ ও প্রকাশ্য পাপের বোঝা বহন করে।' সূরা আহ্যাব-৫৮।
আল্লামা মামুনুল হককে বাধা দেয়ার খবরে মাদরাসা ছাত্রদের বিক্ষোভ
ইসরাইলের আরো একটি ড্রোন ভূপাতিত করল ফিলিস্তিনি যোদ্ধারা
যে নফল নামাজে ১২ বছর ইবাদতের সাওয়াব পাওয়া যায়
২০ দেশের নাগরিকের সৌদি ঢোকা নিষেধ
আল্লাহপাক আরও বলেন, 'তোমরা একজন আরেকজনের দোষ তালাশ করে বেড়িও না এবং কারও অগোচরে গীবত কর না।'
হজরত আয়েশা (রা.) কর্তৃক বর্ণিত, নবীপাক (সা.) বলেন, 'কেয়ামতের দিন সেই হবে আল্লাহর কাছে সর্বাপেক্ষা নিন্দনীয় ব্যক্তি, যার অশ্লীল কথা শোনার ভয়ে মানুষ তার কাছ থেকে দূরে থাকে বা তার সংশ্রব ত্যাগ করে। বোখারি ও মুসলিম।
মহান আল্লাহ্ আমাদের সবাইকে সদাচরণের তৌফিক দান করুন। আমিন
news24bd.tv আয়শা
পরবর্তী খবর
মন্তব্য