রাশিয়ায় নাভানলির সমর্থকদের গণহারে আটক

রাশিয়ায় নাভানলির সমর্থকদের গণহারে আটক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার রাশিয়াতে অ্যালেক্সি নাভানলির মুক্তির দাবিতে বিক্ষোভ থেকে প্রায় ১৪শত বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ অধিকার কর্মীদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে এই তথ্য।   

মস্কোয় দাঙ্গা পুলিশ লাঠিপেটা করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করেছে। ৪৪ বছর বয়সী নাভালনি এর আগেও স্থগিত সাজার শর্ত লঙ্ঘনের দায়ে সাড়ে তিন বছর জেল খেটেছেন। নাভানলির অভিযোগ, যে মামলাটি বানোয়াট ছিল।

news24bd.tv

গত আগস্ট মাসে নাভানলিকে নার্ভ এজেন্ট বিষ প্রয়েগে হত্যা চেষ্টা করা হয়। তিনি এতদিন বার্লিনে চিকিৎসা শেষে জানুয়ারিতেই রাশিয়াতে ফিরে আসে। বিমানবন্দর থেকেই পুলিশ তাকে আটক করে।  

নাভানলির অভিযোগ প্রেসিডেন্ট পুতিনের নির্দেশেই বিষ প্রয়েগ করে তাকে হত্যা চেষ্টা করা হয়।

যদিও, ক্রেমলিন এই অভিযোগ প্রত্যাখান করেছে।  

মঙ্গলবারের আটকের প্রতিবাদে ইউরোপীয় ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য নিন্দা জানিয়েছেন। বিরোধী দলীয় নেতার মুক্তির আহবান জানিয়েছেন।  


আল্লামা মামুনুল হককে বাধা দেয়ার খবরে মাদরাসা ছাত্রদের বিক্ষোভ

ইসরাইলের আরো একটি ড্রোন ভূপাতিত করল ফিলিস্তিনি যোদ্ধারা

যে নফল নামাজে ১২ বছর ইবাদতের সাওয়াব পাওয়া যায়

২০ দেশের নাগরিকের সৌদি ঢোকা নিষেধ


মঙ্গলবারে বিক্ষোভের সময় কী ঘটেছিল?

আদালতের সিদ্ধান্তের পরে মস্কোর রাস্তায় শত শত বিক্ষোভকারী জড়ো হয় নাভানলির মুক্তির দাবিতে । কিছুক্ষণেরই মধ্যেই পুলিশ এসে বিক্ষোভকারীদের উপর চড়াও হয়। এসময় রাজধনীতে বিশৃঙ্খলা শুরু হয়ে যায়। পুলিশ বিক্ষোভকারীদের লাঠিপেটা করে এবং গণহারে আটক করতে থাকে।  

একজান সাংবাদিকের মাথায় পুলিশ লাঠি দিয়ে বেধরকে পেটাচ্ছে এমন দৃশ্য দেখা গেছে।  

news24bd.tv

রাশিয়ার মানবাধিকার পর্যবেক্ষকরা জানিয়েছেন, মঙ্গলবার মস্কো থেকে প্রায় ১হাজার ১১৬ জন বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। সেন্ট পিটার্সবার্গ থেকে  আরো ২৪৬ জনকে আটক করে। সেন্টা পিটার্সবার্গ দেশের দ্বিতীয় বৃহত্তম শহর।  

এছাড়াও, রাশিয়ার অন্যান্য অঞ্চল থেকে আরো ১৫ জন আটক হয়েছে। তবে প্রশাসন এবিষয়ে কোন মন্তব্য করেনি।  

গতমাসেও হাজার হাজার বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ।

সূত্র: বিবিসি থেকে অনুবাদকৃত

news24bd.tv আয়শা