‘শিশু-কিশোরদের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে’

‘শিশু-কিশোরদের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে’

Other

বই পড়ার ক্ষেত্রে বৈরি পরিবেশ সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সাহিত্যিক হাসনাত আব্দুল হাই। শিশু-কিশোরদের বই পড়াতে আগ্রহী করে তুলতে স্কুল-কলেজের পাশাপাশি বাড়িতেও লাইব্রেরি থাকা দরকার বলে মনে করেন তিনি। শুরুতে বাধ্যতামূলকভাবে শিশুদের বই পড়াতে হবে। তাহলে পরে সেটা অভ্যাসে পরিণত হবে বলে মত তার।

জীবনে তিনটি জিনিস প্রয়োজন বই, বই এবং বই। শিক্ষাবিদ ও সাহিত্যিক ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ বইয়ের বিষয়ে এভাবেই বলেছিলেন। সেই বই পড়ায় তরুণদের মাঝে অনাগ্রহ দেখা যাচ্ছে বলে মনে করছেন কথাসাহিত্যিক হাসনাত আবদুল হাই। ফেইসবুক, টুইটার, ইউটিউব, ইন্টারনেট অনেকের জ্ঞান আহরণের সময় কেড়ে নিচ্ছে বলে মনে করেন তিনি।

বিস্তৃত এই ক্ষেত্রগুলোকে অনেকেই জ্ঞানার্জনের জন্য ব্যবহার না করে কেবলই বিনোদনের কাজে লাগাচ্ছেন বলে মত তার।

আরও পড়ুন:


স্থায়ী ঠিকানা পাচ্ছেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষ

দক্ষিণ কোরিয়ার নাবিকদের ইরান ত্যাগের অনুমতি

নাতাঞ্জ ও ফোরদু পরমাণু স্থাপনায় স্থাপিত হয়েছে নতুন সেন্ট্রিফিউজ

আবাসন খাতে সবার পছন্দ বসুন্ধরা


স্কুলে বই পড়ার প্রতিযোগিতা হতে পারে। আবার স্কুলের লাইব্রেরিগুলো প্রতি মাসেই নতুন নতুন বই কিনে শিক্ষার্থীদের বই পড়ায় আগ্রহী করতে পাবে। বইয়ের তালিকায় থাকবে ভূগোল, অ্যাডভেঞ্চার, ইতিহাস, উপন্যাস, প্রবন্ধ সবই। থাকবে দেশ বিদেশের নানা বইয়ের অনুবাদও। এমন প্রত্যাশা কথাসাহিত্যিক হাসনাত আবদুল হাইয়ের।

বই কেবল জ্ঞনের ভান্ডারই নয়। বই মনকে করে উদার আর প্রশান্তও। তাই জীবনের সকল বয়সেই বই পড়ার আহবান সাহিত্যিক হাসনাত আবদুল হাইয়ের।

news24bd.tv আহমেদ