ভারতীয় কৃষকদের সমর্থনে এবার গ্রেটা থানবার্গ

ভারতীয় কৃষকদের সমর্থনে এবার গ্রেটা থানবার্গ

অনলাইন ডেস্ক

ভারতীয় কৃষকদের সমর্থনে এবার এগিয়ে এলেন পরিবেশকর্মী গ্রেটা থানবার্গ। বুধবার দিল্লিতে কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদে শামিল কৃষকদের প্রতি নিজের সমর্থন প্রকাশ করেন তিনি।

থানবার্গ একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন শেয়ার করেছেন তার পোস্টে। দিল্লি সীমান্তে তিনটি প্রতিবাদ স্থলে সরকার যে ইন্টারনেট পরিসেবা বন্ধ করে দিয়েছে, এটি তারই রিপোর্ট।

বিক্ষোভ ব্যর্থ করার জন্য নরেন্দ্র মোদী প্রশাসনের এই অনুকূল কৌশলের বিরোধিতা করেছেন গ্রেটা থানবার্গ।

টুইটারে থানবার্গ লিখেছেন, "ভারতে কৃষকদের প্রতিবাদকে আমরা সমর্থন জানাচ্ছি। " এরপর তিনি #FarmersProtest হ্যাশট্যাগও দেন তার পোস্টে।


পোলিও টিকার বদলে খাওয়ানো হল স্যানিটাইজার

শুধু গৃহকর্মী বাবদ ট্রাম্প পাচ্ছেন প্রায় ১ লাখ ডলার

যমজ দুই বোনের সঙ্গে যমজ দুই ভাইয়ের বিয়ে

সামরিক অভ্যুত্থান 'অপরিহার্য' ছিলো: জেনারেল মিন অং হ্লাইং


প্রসঙ্গত, প্রজাতন্ত্র দিবসের সহিংসতার পর হরিয়ানার কয়েকটি জেলায় ইন্টারনেট পরিসেবা বন্ধ করে দেওয়া হয়।

news24bd.tv / নকিব

এই রকম আরও টপিক