যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম সমকামী মন্ত্রী

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম সমকামী মন্ত্রী

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের সিনেটে মন্ত্রী পদে মনোনয়ন পেয়েছেন পিট ব্যাটিগিগ। তিনি যুক্তরাষ্ট্রের প্রথম সমকামী মন্ত্রী।

৩৯ বছর বয়সী পিট একজন প্রকাশ্য সমকামী হিসেবে পরিচিত। প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন টান্সপোর্টেশন মন্ত্রী পদে সিনেট আজ তার মনোনয়ন নিশ্চিত করেছে।

 

এদিকে 'লেসবিয়ান গে বাই সেক্সুয়েল ট্র্যান্সজেন্ডার কুইয়ার' শীর্ষক মার্কিন সংগঠনের প্রেসিডেন্ট কেইট এলিস পিট ব্যাটিগিগকে অভিনন্দন জানিয়েছেন।

সাম্প্রতিক সময়ে খুবই শক্তিশালী হয়ে ওঠা সমকামীদের সংগঠনগুলো মনে করেন, সর্বত্র রক্ষণশীলদের বিরোধিতার পরও সমাজে, রাজনীতিতে, প্রশাসনে সমকামী হিসেবে  কোনো বৈষম্য করা দণ্ডনীয় অপরাধ। তাই পিট ব্যাটিগিগ ডেমোক্রেট দলের উদীয়মান তারকা হিসেবে মনে করা হয়।

তিনি সিনেটে তার মনোনয়ন ৮৬ ভোটে নিশ্চিত করেন।

বিপক্ষে পড়ে ১৩ ভোট। বাইডেনের মন্ত্রিসভায় সবচেয়ে কম বয়সের মন্ত্রী তিনি। ৫৫ হাজার কর্মী ও বার্ষিক বিশাল বাজেটের ফেডারেল পরিবহন বিভাগের নেতৃত্ব দেবেন পিট ব্যাটিগিগ।

পরিবহন মন্ত্রী হিসেবে প্রেসিডেন্ট বাইডেনের জলবায়ু পরিবর্তন, করোনা মহামারী সহ অন্যান্য সকল বিষয়কে প্রাধান্য দিয়ে কাজ করবেন বলে তিনি আশ্বাস দিয়েছেন।


পোলিও টিকার বদলে খাওয়ানো হল স্যানিটাইজার

সীমান্তে গরু পাচারে জড়িত বিএসএফ, ৪ বছর পর শাস্তি

ভারতীয় কৃষকদের সমর্থনে এবার গ্রেটা থানবার্গ

সামরিক অভ্যুত্থান 'অপরিহার্য' ছিলো: জেনারেল মিন অং হ্লাইং


আরিজোনা থেকে নির্বাচিত প্রথম উভয়লিঙ্গের সিনেটর ক্রিস্টেন সাইনেমা মঙ্গলবার পিট ব্যাটিগিগ মনোনয়ন নিশ্চিত করার শুনানিতে সভাপতিত্ব করেন।

news24bd.tv / নকিব