বৈঠক নয়, দেখা করতে এসেছিলেন হেফাজত নেতারা: স্বরাষ্ট্রমন্ত্রী
শুরুটা ভালো হলো না তামিমের, রান আউটে ফিরলেন শান্ত
অনলাইন ডেস্ক
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মমিনুল হক। কিন্তু ব্যাট করতে নেমে অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল সুযোগ কাজে লাগাতে পারেননি। সাদমান ইসলামকে নিয়ে মাত্র ২৩ রানের জুটি গড়ার পরই সাজঘরে ফেরেন তামিম। ১৫ বল খেলে মাত্র ৯ রান করে কেমার রোচের বলে বোল্ড হন তিনি। এর আগে অবশ্য দেশের হয়ে টেস্টে সর্বাধিক রানের মাইলফক স্পর্শ করেন তামিম।
শুরুতেই তামিম ইকবালের বিদায়ের পর ধকলটা ভালোমতোই সামাল দিচ্ছিলেন তরুণ সাদমান ইসলাম ও নাজমুল হোসেন শান্ত। দুইজনে সেটও হয়ে গিয়েছিলেন উইকেটে। কিন্তু ভুল বোঝাবুঝিতে এক রানআউটে সব কিছু এলোমেলো হয়ে গেল।
বিএনপির সাবেক এমপি সালাউদ্দিন কারাগারে
রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ থাকবে বুধবার
‘শিশু-কিশোরদের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে’
স্থায়ী ঠিকানা পাচ্ছেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষ
অপ্রয়োজনীয় রান নিতে গিয়ে রানআউটের শিকার হয়েছেন শান্ত। তার বিদায়ে ভেঙেছে ৪৩ রানের জুটি। এতে প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দিনের প্রথম সেশন পুরোপুরি নিজেদের করে নিতে পারেননি স্বাগতিকরা। সেশনের আধিপত্য খুঁইয়ে বাংলাদেশের সংগ্রহ ৩৩ ওভারে ২ উইকেটে ৮৪ রান। ক্রিজে আছেন অধিনায়ক মুমিনুল হক (১১) ও সাদমান ইসলাম (৩৪)।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জন ক্যাম্পবেল, শেন মোজলি, এনক্রুমা বনার, জার্মেইন ব্ল্যাকউড, জশুয়া দা সিলভা, কাইল মেয়ার্স, রাকিম কর্নওয়াল, কেমার রোচ, শ্যানন গ্যাব্রিয়েল, জোমেল ওয়ারিক্যান।
news24bd.tv নাজিম
পরবর্তী খবর
মন্তব্য