মার্কিন সেনাবহিনীর সঙ্গে বাংলাদেশ সেনাপ্রধানের বৈঠক

মার্কিন সেনাবহিনীর সঙ্গে বাংলাদেশ সেনাপ্রধানের বৈঠক

Other

মার্কিন সেনাবাহিনী এবং প্রতিরক্ষা বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠকে বসবেন বাংলাদেশের সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ। দেশের সেনাবাহিনী প্রধানকে জড়িয়ে আল জাজিরায় প্রতিবেদনটি এমন সময় প্রচারিত হয়েছে যখন সেনা প্রধান ওয়াশিংটনে।  

অনেকের প্রত্যাশা ছিলো আল জাজিরার প্রতিবেদনটির পর মার্কিন কর্তৃপক্ষ বাংলাদেশের সেনা প্রধানের সঙ্গে বৈঠকটি বাতিল করে দেবে। এই ধরনের একটি গুঞ্জন ছড়ানোর চেষ্টাও ছিলো।

তবে মার্কিন সেনাবাহিনীর মুখপাত্র লে, কর্ণেল মেরি রিকস জানিয়েছেন, নির্ধারিত সভা বাতিল করা হয়নি।

বাংলাদেশের সেনাবাহিনী প্রধানের সফর এবং নির্ধারিত কর্মসূচী সম্পর্কে জানতে চেয়ে ইমেইল পাঠানোর এক ঘন্টারও কম সময়ের মধ্যেই জবাব দেন  মার্কিন সেনা বাহিনীর  মুখপাত্র লে, কর্ণেল মেরি রিকস।


বিএনপির সাবেক এমপি সালাউদ্দিন কারাগারে

রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ থাকবে বুধবার

‘শিশু-কিশোরদের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে’

স্থায়ী ঠিকানা পাচ্ছেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষ


ফিরতি ইমেইলে তিনি জানান, “The meetings have not been cancelled. As part of our ongoing defense and security cooperation, we host visitors from partner nation armies. The U.S. and Bangladesh Armies share a close partnership, characterized by regular combined training exercises, education and training exchanges, and support to U.N. Peace Keeping Operations. Both of our countries share a commitment to ensuring peace and stability in the region.”

বাংলাদেশ এবং আমেরিকান সেনাবাহিনীর মধ্যকার ঘনিষ্ঠ অংশিদারিত্বের কথা উল্লেখ করে মেরি রিকস বলেন,এই অঞ্চলে শান্তি এবং স্থিতিশীলতা রক্ষায় দুটি দেশই অঙ্গীকারাবদ্ধ। বোঝা যাচ্ছে, আল জাজিরার খবর মার্কিন সেনাবাহিনীকে তাদের অঙ্গীকার থেকে সরাতে পারেনি।

শওগাত আলী সাগর, প্রধান সম্পাদক, নতুনদেশ

news24bd.tv আয়শা