নোয়াখালীতে কোরআন অবমানার অভিযোগে নারী গ্রেপ্তার

নোয়াখালীতে কোরআন অবমানার অভিযোগে নারী গ্রেপ্তার

Other

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় কোরআন অবমাননার অভিযোগে জাহানারা বেগম (৪০) নামে এক মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

আজ বুধবার দুপুরে উপজেলার নাটেশ্বর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে ওই গ্রামের মিলন মিয়ার স্ত্রী।  

স্থানীয় চেয়ারম্যান কবির হোসেমন জানান, সকালে ওই মহিলা তার মেয়েদের সাথে ঝগড়ার জের ধরে সৃষ্টিকর্তাকে কটাক্ষ করে পবিত্র কোরআনকে লাথি মারে।

এ ঘটনাটি এলাকায় জানাজানি হলে উত্তেজনা দেয়। পরে তিনি ওই মহিলাকে ইউনিয়ন কার্যালয়ে নিয়ে এসে থানা পুলিশে সোর্পদ করেন।  

আরও পড়ুন


আমিরাতে ঢুকতে পারলো না আফ্রিদি

দেশের সব খাতেই উন্নয়নের ছোঁয়া লেগেছে: পরিকল্পনামন্ত্রী

কলারোয়ায় বিএনপি প্রার্থীর ভোট বর্জন

নলছিটি পৌরসভায় বিএনপি ও আ.লীগের স্বতন্ত্র প্রার্থীর ভোট বর্জন


সোনাইমুড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, ওই মহিলা পবিত্র কোরআনে লাথি মারার পাশাপাশি কোরআনে প্রস্রাব করেছে। তার বিরুদ্ধে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

news24bd.tv / কামরুল