হাতিরঝিলে পুলিশের হানা, ধরা আরও ৫৪

হাতিরঝিলে পুলিশের হানা, ধরা আরও ৫৪

অনলাইন ডেস্ক

রাজধানীর হাতিরঝিল ও আশেপাশের এলাকা থেকে আরও ৫৪ জনকে আটক করা হয়েছে।

হাতিরঝিল থানা পুলিশ ও ডিএম‌পির বিশেষ টিম গতকাল মঙ্গলবার রাত পর্যন্ত এ নিয়ে মোট ১৫৬ জনকে আটক করে।

পুলিশ সদর দপ্তরের এআই‌জি (মি‌ডিয়া অ্যান্ড পাব‌লিক রিলেশন্স) মো. সোহেল রানা জানান, যাচাই-বাছাই শেষে আটককৃতদের মধ্যে ৪৩ জনকে শর্তসাপেক্ষে তাদের অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি ১১ জনের বিরুদ্ধে ডিএমপি অর্ডিন্যান্স অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন: 


ট্রাম্পকে অপ্রাপ্ত বয়স্ক রুশ মেয়ে পাঠানো হতো, ‘ভিডিও ধারণ’!

উন্নত মগজ মানুষের তাই সবচেয়ে হিংস্র-দয়ালু-আবেগী

বিএনপির সাংসদ রুমিন ফারহানার নামে প্রচার করা ছবি ডা. শামীমার


 

প্রসঙ্গত, এর আগে গতকাল মঙ্গলবারও হাতিরঝিল ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ৫২ কিশোরকে আটক করে পুলিশ। মঙ্গলবার বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত অভিযানে তাদের আটক করা হয়।

হাতিরঝিলে বেড়াতে গিয়ে সাধারণ মানুষ উত্ত্যক্তের শিকার হচ্ছে- সম্প্রতি এমন অভিযোগের সত্যতা পায় পুলিশ। এরপরই অভিযানে নামে পুলিশের অভিযান টিম।

গত ২৭ জানুয়ারি থেকে হাতিরঝিল ও পার্শ্ববর্তী এলাকায় পোশাকে ও সাদা পোশাকে পরিচালিত বিশেষ অভিযানে এ পর্যন্ত ১৫৬ জনকে আটক করে উপযুক্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

news24bd.tv তৌহিদ