ইরাক থেকে দ্রুত মার্কিন সেনাদের তাড়ান: দেশটির সাংসদ

ইরাক থেকে দ্রুত মার্কিন সেনাদের তাড়ান: দেশটির সাংসদ

অনলাইন ডেস্ক

মার্কিন সেনা উপস্থিতি দেশের জন্য মঙ্গলজনক নয় জানিয়ে ইরাকের কয়েক জন সংসদ সদস্য বলেছেন, যত দ্রুত সম্ভব মার্কিন সেনাদেরকে তাদের নিজ দেশে ফেরত পাঠানো দরকার।

‘বাদ্‌র’ জোটের সংসদ সদস্য আব্বাস হামেদ আজ (বুধবার) সংসদে বলেছেন, ‘মার্কিন বাহিনী আমাদের দেশের সব সামরিক তথ্য নিয়ন্ত্রণ করছে।

যেসব তথ্য আদান-প্রদান হচ্ছে সবই তাদের হাতে চলে যাচ্ছে। এর মাধ্যমে তারা ইরাকে দীর্ঘ মেয়াদে আধিপত্য বজায় রাখতে চায়।

আরও পড়ুন:


ট্রাম্পকে অপ্রাপ্ত বয়স্ক রুশ মেয়ে পাঠানো হতো, ‘ভিডিও ধারণ’!

উন্নত মগজ মানুষের তাই সবচেয়ে হিংস্র-দয়ালু-আবেগী

বিএনপির সাংসদ রুমিন ফারহানার নামে প্রচার করা ছবি ডা. শামীমার

তার ছিঁড়ে ৬ তলা থেকে পড়ে গেল লিফট, নিহত ২

এ ধরণের হস্তক্ষেপ মোকাবেলায় ইরাক সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

‘আল-ফাতাহ’ জোটের সংসদ সদস্য আদি আলশালান সংসদে বলেছেন, আমেরিকা এখনও তার ধ্বংসাত্মক নীতি অনুসরণ করছে। ইরাকের বিষয়ে তাদের নীতি ধ্বংসযজ্ঞ ডেকে আনতে পারে।

ইরাকে আবারও দায়েশ বা আইএস-কে পুনরুজ্জীবিত করা আমেরিকার লক্ষ্য বলে তিনি মন্তব্য করেন।

২০০৩ সাল থেকে ইরাকে দখলদার মার্কিন সেনারা মোতায়েন রয়েছেন। সেদেশে তাদের সবচেয়ে বড় ঘাঁটিটি আল আনবার প্রদেশে অবস্থিত। এর নাম হচ্ছে ‘আইনুল আসাদ’ ঘাঁটি।

গত বছর জেনারেল কাসেম সোলইমানিকে হত্যার পর এই ঘাঁটিতেই ক্ষেপণাস্ত্র হামলা করেছিল ইরান।

news24bd.tv তৌহিদ