সম্প্রতি মুক্তি পেয়েছে রোমান্টিক কমেডি ড্রামা ভুল চুক মাফ ছবির অফিসিয়াল টিজার। একেবারে অন্যরকম একটি গল্প নিয়ে আসতে চলেছে এই ছবি। এই ছবির মুখ্যভূমিকায় অভিনয় করছেন রাজকুমার রাও ও ওয়ামিকা গাব্বি। এই ছবি প্রথমে বড়পর্দায় মুক্তি পাওয়ার কথা হলেও, তারপরে ঠিক হয়েছিল তা মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মে। তবে এখন জানা যাচ্ছে, ওটিটি রিলিজের পরিকল্পনা বাতিল করে এই ছবি আবার মুক্তি পাচ্ছে বড়পর্দায়। এর নেপথ্যে রয়েছে একই আইনি জটিলতা। জানা যাচ্ছে, পিভিআর-এর তরফ থেকে এই ছবির প্রযোজনা সংস্থা ম্যাডক ফিল্মসের বিরুদ্ধে একই মামলা করেছে। প্রযোজনা সংস্থার কাছে ৬০ কোটি চেয়ে মামলা করেছে পিভিআর। পিভিআরের দাবি, এই ছবির মুক্তির জন্য চুক্তি হয়ে গিয়েছিল আগেই। সেই জায়গা থেকে যদি এই ছবি ওটিটিতে মুক্তি পেত, তাহলে ক্ষতির মুখ দেখত পিভিআর। সেই কারণেই পিভিআর মামলা করেছিল। আর...
রাজকুমার রাওয়ের 'ভুল চুক মাফ' কবে আসছে বড়পর্দায়?
অনলাইন ডেস্ক

‘তাণ্ডব’-এ ধ্বংসের পূর্বাভাস!
অনলাইন ডেস্ক

প্রকাশ পেল সুপারস্টার শাকিব খানের তাণ্ডব সিনেমার এক ঝলক।আজ রোববার সকালে প্রকাশ পায় সিনেমাটির টিজার। ১ মিনিট ৩০ সেকেন্ডেরই ঝড় তুললেন অভিনেতা। তুফান সিনেমার ব্যাপক সফলতার পর পরিচালক রায়হান রাফি তার নতুন সিনেমা তাণ্ডব নির্মাণের ঘোষণা দিয়েছেন। অন্তর্জালে নতুন সিনেমা নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা। তবে দর্শকদের হতাশ করেননি অভিনেতা। প্রকাশিত ভিডিওর শুরুতেই দেখা যায়, হাতে বন্দুক আর মুখোশ পরে অ্যাকশন লুকে তান্ডব শুরু, তবে বুঝতে বাকি নেই যে সিনেমার নায়কই তান্ডব চালাচ্ছেন। পরে অবশ্য জয়া আহসানের পিস্তলের সামনে ধরা দেয় নায়ক। আগামী ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে আসছে শাকিবের তাণ্ডব সিনেমা। তাণ্ডব সিনেমায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এছাড়াও রয়েছেন ছোটপর্দার অভিনেত্রী সাবিলা নূর।...
ভারতজুড়ে রীতিমতো হইচই ফেলে দক্ষিণী যে ছবি
অনলাইন ডেস্ক

বলিউডে যখন ব্লকবাস্টার খরা, তখন ভারতজুড়ে রীতিমতো হইচই ফেলে দিয়েছে দক্ষিণী ছবি সংক্রান্তিকি ভাস্তুনম। যেখানে নায়কের ভূমিকায় অভিনয় করেছেন সুপারস্টার ভেঙ্কটেশ দুগ্গুবতী। ২০২৫ সালে সর্বোচ্চ আয়কারী ছবির নজির গড়েছে এটি। কমেডি-অ্যাকশন ঘরানার এই সিনেমায় ভেঙ্কটেশ রয়েছেন ওয়াইডি রাজু চরিত্রে। মূল গল্প তাকে ঘিরেই আবর্তিত হয়েছে। ওয়াইডি রাজু একজন জাঁদরেল পুলিশ কর্মকর্তা। কিন্তু কোনো এক কারণে তাকে বরখাস্ত করা হয়েছে। এদিকে, এক হাই-প্রোফাইল ব্যক্তি অপহরণের শিকার হওয়ার পরই ওয়াইডি রাজুকে আবারও ডিউটিতে ডাকা হয়। সেই মামলা সমাধান করার দায়িত্ব তাকেই দেওয়া হয়। সিনেমা হলে মুক্তির পর ছবিটি দর্শক মাতিয়েছে। এবার মুক্তির পরও ম্যাজিক দেখিয়েছে সংক্রান্তিকি ভাস্তুনম। ছবিটি ট্রেন্ডিংয়ের শীর্ষে জায়গা করে নেয়। সংক্রান্তিকি ভাস্তুনমর নির্মাণ ব্যয় ছিল ৫০ কোটি রুপি।...
দেশ ছাড়ার বিষয়ে যা বললেন সালমান মুক্তাদির
অনলাইন ডেস্ক

দেশ ছাড়ার পরিকল্পনা করছেন জনপ্রিয় ইউটিউবার এবং অভিনেতা সালমান মুক্তাদির। সম্প্রতি এই তারকার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল, আর সেখানেই তাকে দেশ ছাড়ার পরিকল্পনার কথা বলতে শোনা যায়। সম্প্রতি একটি ইভেন্টে যোগ দিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন সালমান মুক্তাদির। তিনি বলেন, আমার আরও বড় হওয়ার শখ। আমার আকাঙক্ষা অনেক বেশি। আমি বিশ্বাস করি, আল্লাহ যতদিন আমার সঙ্গে আছেন, আমি আরও বড় হব ইনশাল্লাহ। বাংলাদেশ নিয়ে কথা বলা প্রসঙ্গে সালমান বলেন, আমি এখন বাংলাদেশ নিয়ে এত কথা বলি, কারণ এ দেশে আমি থাকি। কিন্তু যখন আমি এ দেশে থাকব না তখন দেশের জন্য কথা বলার অধিকারটা আমার থাকবে না। তখন ওই মুহূর্তে আমি কখনও দেশ নিয়ে কথা বলব না। দেশ ছাড়া প্রসঙ্গে এ ইউটিউবার বলেন, আমি বাংলাদেশ ছেড়ে চলে যাব, এটাই আমার নতুন বাংলাদেশের পরিকল্পনা। আমি অনেক আগে থেকেই বলেছি, যখন আমার সব শখ,...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর