তবুও তামিমের বিশ্বরেকর্ড

তবুও তামিমের বিশ্বরেকর্ড

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ টস জিতে ব্যাট করে বাংলাদেশ। কিন্তু ব্যাট করতে নেমে অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল সুযোগ কাজে লাগাতে পারেননি। সাদমান ইসলামকে নিয়ে মাত্র ২৩ রানের জুটি গড়ার পরই সাজঘরে ফেরেন তামিম। ১৫ বল খেলে মাত্র ৯ রান করে কেমার রোচের বলে বোল্ড হন তিনি।

অল্পরানে আউট হলেও আরও একবার নিজের গড়া বিশ্ব রেকর্ড পুনরুদ্ধার করলেন তামিম ইকবাল। দ্বিতীয়বারের মতো ক্রিকেট ইতিহাসের একমাত্র ব্যাটসম্যান হিসেবে নির্দিষ্ট কোনও দেশের হয়ে তিন ফরমেটেই সর্বোচ্চ রান সংগ্রাহক হলেন বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক ও দেশ সেরা এই ওপেনার।  


বিএনপির সাবেক এমপি সালাউদ্দিন কারাগারে

রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ থাকবে বুধবার

‘শিশু-কিশোরদের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে’

স্থায়ী ঠিকানা পাচ্ছেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষ


ওয়ানডে (৭৩৬০) এবং টি-টোয়েন্টিতে (১৭৫৮) আগে থেকেই বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তামিম। তবে টেস্টে মুশফিকুর রহিমের (৪৪১৩) থেকে ৮ রান পিছিয়ে থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে নামেন তিনি।

এবার সাদা পোশাকের শ্রেষ্ঠত্বও নিজের দখলে নিলেন এই বাহাতি ব্যাটসম্যান।

news24bd.tv নাজিম