বৈঠক নয়, দেখা করতে এসেছিলেন হেফাজত নেতারা: স্বরাষ্ট্রমন্ত্রী
আরমান আলিফের ‘অপরাধী’ গান শুনছেন শ্রাবন্তীর স্বামী!
অনলাইন ডেস্ক
রোশন সিং ও শ্রাবন্তীর সম্পর্কে চিড় ধরার খবর আর গোপন নেই। রোশন নিজেই জানিয়েছিলেন, অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর আর কোনো যোগাযোগ নেই। যদিও সম্পর্ক ভাঙনের কারণ স্পষ্ট নয়। কিন্তু রোশনের ইনস্টাগ্রামে বিভিন্ন পোস্ট থেকে নেটিজেনদের ধারণা, শ্রাবন্তীই তাঁকে ছেড়ে চলে গেছেন। আর তাই বিভিন্নভাবে নিজের যন্ত্রণার কথা প্রকাশ করেন রোশন।
সম্প্রতি রোশন একটি ভিডিও পোস্ট করেছেন তাঁর ইনস্টাগ্রামে। তাঁর মুখ দেখা যাচ্ছে না। কিন্তু বোঝা যাচ্ছে, তিনি গাড়িতে। গান চলছে, গাড়িও চলছে। মিউজিক সিস্টেমে বাজছে বাংলাদেশি শিল্পী আরমান আলিফের গাওয়া ‘অপরাধী’ গানটি।
আরও পড়ুন
ঘুমের ওষুধ খাইয়ে ভাই-ভাবি-ভাতিজা-ভাতিজিকে খুন করে রায়হানুল
ট্রাম্পকে অপ্রাপ্ত বয়স্ক রুশ মেয়ে পাঠানো হতো, ‘ভিডিও ধারণ’!
উন্নত মগজ মানুষের তাই সবচেয়ে হিংস্র-দয়ালু-আবেগী
বিএনপির সাংসদ রুমিন ফারহানার নামে প্রচার করা ছবি ডা. শামীমার
‘ওরে মনের খাঁচায় যতন কইর্যা দিলাম তোরে ঠাঁই, এখন তোর মনেতেই আমার জন্য কোনো জায়গা নাই, মাইয়া ও মাইয়া রে তুই অপরাধী রে’। এই গানটি বাজিয়ে চলছেন তিনি। আর সেই গান বাজিয়ে গাড়ি চালানোর ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে রোশন লিখেছেন, ‘কেবল একটি গান। কাউকে উৎসর্গ করছি না।’ ক্যাপশনে কারো নাম উল্লেখ্য করেননি রোশন সিং।
কাকে ইঙ্গিত করে এই গান পোস্ট করেছেন রোশন সিং? প্রশ্ন উঠেছে নেটিজেনদের মনে। যদিও কারও দিকে আঙুল তুলতে নারাজ রোশন, ক্যাপশনেই তা স্পষ্ট জানিয়েছেন।
সূত্র: আনন্দবাজার, হিন্দুস্তান টাইমস।
news24bd.tv / কামরুল
পরবর্তী খবর
মন্তব্য