করোনায় দেশে আরও ৫ জনের মৃত্যু, শনাক্ত ৬১৪; এ পর্যন্ত মোট প্রাণহানি ৮,৪২৮; মোট শনাক্ত ৫,৪৭,৯৩০
দ্বিতীয় দিনে খেলার শুরুতেই আউট লিটন
অনলাইন ডেস্ক
দ্বিতীয় দিনে খেলা শুরুর তৃতীয় ওভারের মধ্যেই বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরলেন লিটন দাস। ৬৭ বলে ৬ চারে মোট ৩৮ রান করা এই ব্যাটসম্যানকে ফেরান জোমেল ওয়ারিকান।
এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ৫ উইকেট হাতে নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। প্রথম দিনের সংগ্রহ ছিলো ২৪২ রান।
উইন্ডিজ স্পিনার ওয়ারিকানের বল কাট করতে যান লিটন, কিন্তু বলে ব্যাট লাগাতে পারেননি। ভেঙে যায় অফস্টাম্প। তবে আম্পায়ার আউট দিতে একটু সময় নেন। তারা যাচাই করেন উইকেটকিপার জশুয়া ডা সিলভার গ্লাভসের ছোঁয়ায় স্টাম্প ভেঙেছে কি না। টিভি আম্পায়ার কয়েকবার রিপ্লে দেখে আউটের সিদ্ধান্ত জানান।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম সমকামী মন্ত্রী
সীমান্তে গরু পাচারে জড়িত বিএসএফ, ৪ বছর পর শাস্তি
করোনাক্রান্ত হয়ে মারা গেলেন শতবর্ষী ক্যাপ্টেন টম মুর
সামরিক অভ্যুত্থান 'অপরিহার্য' ছিলো: জেনারেল মিন অং হ্লাইং
শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ২৯২। সাকিব ৫৫ ও মিরাজ ৩০ রানে অপরাজিত আছেন।
news24bd.tv / নকিব
পরবর্তী খবর
মন্তব্য