প্রবাসে একুশের চেতনা শীর্ষক আলোচনা

প্রবাসে একুশের চেতনা শীর্ষক আলোচনা

Other

নতুন প্রজন্মের মাঝে মাতৃভষার চর্চা ,ভাষা আন্দোলনের ইতিহাস এবং মাতৃভাষার উপর গুরুত্ব আরোপ করে কানাডার ক্যালগেরিতে "প্রবাসে একুশের চেতনা"- শীর্ষক এক ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

আলবার্টার প্রথম বাংলা অনলাইন পোর্টাল "প্রবাস বাংলা ভয়েস" এর আয়োজনে প্রধান সম্পাদক আহসান রাজীব বুলবুল এর সঞ্চালনায় আলোচনায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরির সভাপতি মোহাম্মদ রশিদ রিপন।

বিশেষ অতিথি ছিলেন ক্যালগেরির এ বি এম কলেজের প্রেসিডেন্ট মোহাম্মদ আবদুল বাতেন। স্বাগত বক্তব্য রাখেন কলামিস্ট ও সমাজতাত্ত্বিক বিশ্লেষক মোঃ মাহমুদ হাসান।


অনিয়মে ডুবছে ঢাকা মহানগর জেনারেল হাসপাতাল

করোনার সময়েও দেশে বেড়েছে বিত্তশালী মানুষের সংখ্যা

চুক্তিতে নিককে বিয়ে করেছিলেন প্রিয়াঙ্কা!

আন্তর্জাতিক আদালতে আমেরিকার বিরুদ্ধে বিচার চলবে


আলোচনায় বক্তারা বলেন ভাষার দাবির মধ্যেই নিহিত ছিল গণতন্ত্র, সাংস্কৃতিক স্বাধীকার জাতিসত্তা সম্পর্কে চেতনার উন্মেষ এবং জাতীয় আত্মনিয়ন্ত্রণের অধিকার অর্জনের সংগ্রামের বীজ ।

আলবার্টা বাংলাদেশি ইঞ্জিনিয়ার এসোসিয়েশন অফ ক্যালগেরির সভাপতি প্রকৌশলী সুব্রত বৈরাগী বলেন--ভাষা আন্দোলন পূর্ব বাংলার বাঙালি এবং বর্তমান বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা ও বিকাশের পথে এগিয়ে যাওয়ার এবং পরবর্তী যুগের রাজপথ করে দেয় যা ইতিহাসের পাতায় পাতায় উদ্ভাবিত হয়েছে।

news24bd.tv আয়শা