টেকনাফে র্যাবের সাথে বন্দুক যুদ্ধে ৩ রোহিঙ্গা নিহত
ফেব্রুয়ারিতে খুলনার সকল ইট ভাটায় বিক্রি বন্ধ
রিপন হোসেন, যশোর
আগামী ৯ থেকে ১৫ ফেব্রুয়ারি খুলনা বিভাগের সকল ইট ভাটায় বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির নেতৃবৃন্দ। বৃহস্পতিবার দুপুরে যশোর প্রেসক্লাবের সামনে পরিবেশ আইন ২০১৩ এর একটি উপধারা বাতিলের দাবিতে আয়োজিত মানববন্ধন থেকে নেতৃবৃন্দ এই ঘোষণা দেন। মানববন্ধনে জেলার সব ভাটা মালিক ও শ্রমিকরা অংশ নেন।
মানববন্ধন থেকে বক্তারা বলেন, উন্নয়নের ধারা অব্যহত রাখতে সরকারি নির্দেশনা মোতাবেক তারা ইট ভাটা পরিচালনা করছেন। কিন্তু পরিবেশ অধিদপ্তরের একটি উপধারা তাদেরকে অবৈধ ঘোষণা করেছেন। এমন পরিস্থিতিতে অবিলম্বে এই ধারাটি বাতিলের দাবি জানান তারা।
অনিয়মে ডুবছে ঢাকা মহানগর জেনারেল হাসপাতাল
করোনার সময়েও দেশে বেড়েছে বিত্তশালী মানুষের সংখ্যা
চুক্তিতে নিককে বিয়ে করেছিলেন প্রিয়াঙ্কা!
আন্তর্জাতিক আদালতে আমেরিকার বিরুদ্ধে বিচার চলবে
৯ থেকে ১৫ ফেব্রুয়ারি খুলনা বিভাগের সকল জেলার ভাটা মালিকদের ইট বিক্রয় বন্ধ রাখার ঘোষণা দেন। সুষ্ঠু সমাধান না পেলে আগামী ২০২১-২০২২ অর্থ বছরে সকল ভাটায় ইট প্রস্তুত বন্ধ রাখা হবে বলেও জানান তারা। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেন নেতৃবৃন্দ।
news24bd.tv আয়শা
পরবর্তী খবর
মন্তব্য