রিহানার টুইটে ক্ষিপ্ত ভারত সরকার

রিহানার টুইটে ক্ষিপ্ত ভারত সরকার

অনলাইন ডেস্ক

ভারতের কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়ে বিশ্বখ্যাত সংগীত তারকা রিহানার টুইটে ক্ষিপ্ত ভারত সরকার।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গত বুধবার এক বিবৃতিতে জানায়, সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তার প্রলোভনে সেলিব্রেটিরা হ্যাশট্যাগ ব্যবহার করলেই তা যথার্থ হয় না।

রিহানা কৃষক আন্দোলনের সংবাদ শেয়ার করে লেখেন, ‘কেন আমরা এই বিষয় নিয়ে কথা বলছি না?’ ভারতে চলমান কৃষক আন্দোলন আন্তর্জাতিক মহলের কাছেও আলোচনার বিষয়বস্তু হয়ে ওঠা উচিত বলেও সংক্ষিপ্ত বার্তায় বুঝাতে চেয়েছেন তিনি। একইসঙ্গে ওই পোস্টে বিক্ষোভকারীদের প্রতি নিজের সমর্থনের ইঙ্গিতও দেন তিনি।


চুক্তিতে নিককে বিয়ে করেছিলেন প্রিয়াঙ্কা!

আন্তর্জাতিক আদালতে আমেরিকার বিরুদ্ধে বিচার চলবে

রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না আজ

মেয়ে সহপাঠীকে পছন্দ করায় ৮ বছরের স্কুলছাত্রী বহিষ্কৃত


অপরদিকে রিহানার টুইট বিশ্বব্যাপী বেশ আলোড়ন সৃষ্টি করতে সক্ষম হয়েছে। তার টুইটের কয়েক ঘন্টা পরেই টিনএজ পরিবেশবাদী গ্রেটা থানবার্গ ও মার্কিন ভাইস প্রেসিডেন্টের ভাগ্নি মীনা হ্যারিস ভারতীয় কৃষকদের সমর্থন জানিয়ে টুইট করেন।

news24bd.tv / নকিব