২৬ মার্চ মুক্তিযোদ্ধার তালিকা ও ১৬ ডিসেম্বর রাজাকারের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
যশোরে ভাতিজার হাতে চাচা খুন
অনলাইন ডেস্ক
যশোরে ভাতিজার ধারালো বঠির কোপে আবুল কাসেম (৬০) নামে এক বৃদ্ধ খুন হয়েছেন।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের ভাতুড়িয়া নারানপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের পরিবার বলছে, হত্যাকারী আলাল (২৮) একজন মানসিক প্রতিবন্ধী। মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে। নিহত আবুল কাসেম একই গ্রামের মৃত মকসেদ আলীর ছেলে। আলাল একই গ্রামের রওশন আলীর ছেলে। তারা সম্পর্কে আপন চাচা-ভাতিজা। পুলিশ জানায়, মো. আলাল মানসিক ভারসাম্যহীন।
পরকালের যে বিশ্বাসে মমির মুখে সোনার জিভ
কৃষকদের জঙ্গি আখ্যায়িত করলেন কঙ্গনা
নিহতের ভাতিজা রনি জানান, সকালে তার চাচা আবুল কাসেম হাঁটতে বের হন। এ সময় আলালদের বাড়ির সামনে পৌঁছালে সে বাড়ি থেকে বটি নিয়ে এসে কোপ দেয়। পরিবারের লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
তিনি আরও জানান, আলাল মানসিক প্রতিবন্ধী। তাকে বেঁধে রাখতে হয়। না হলে সে বাড়ি থেকে পালিয়েও যায়। কোন শত্রুতা নয়, এটি একটি দুর্ঘটনা। মানুষিক প্রতিবন্ধী (পাগল) আলালকে বাড়িতে বেঁধে রাখা হয়েছে।
এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি মো. মনিরুজ্জামন বলেন, পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠিয়েছি। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
news24bd.tv/আলী
পরবর্তী খবর
মন্তব্য