জাতীয় প্রেসক্লাবে ছাত্রদলের বিক্ষোভে পুলিশ চরম ধৈর্য্যর সাথে দায়িত্ব পালন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
হাসপাতালের স্টাফদের অবহেলায় সিঁড়িতেই সন্তান প্রসব
অনলাইন ডেস্ক
হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার কারণে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিঁড়িতেই সন্তান জন্ম দিলেন আল্পনা (২৭) নামে এক প্রসূতি।
রোগীর স্বজনরা জানায়, বুধবার দুপুরে রোগীকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে জরুরি বিভাগের চিকিৎসক তাকে দুই তলায় লেবার ওয়ার্ডে পাঠান। লেবার ওয়ার্ডে গেলে কোনোরকম চিকিৎসা না দিয়েই জটিল অবস্থা বলে ময়মনসিংহ রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক।
পরে ওই নারী দু’তলায় থেকে নামার পথে সিঁড়িতেই স্বাভাবিকভাবে ছেলে সন্তানের জন্ম দেন। বিষয়টি প্রচার হলে তড়িঘড়ি করে হাসপাতালে ভর্তি করা হয়। আল্পনা খালিয়াজুরী উপজেলার সাঁতগাও গ্রামের মানিক মিয়ার স্ত্রী।
এদিকে সাংবাদিকরা জানার আগেই কৌশলে ডেলিভারি প্রসূতি মাকে তড়িঘড়ি করে আবারও বিদায় দেন দায়িত্বরত ডাক্তার ও নার্সরা।
পরকালের যে বিশ্বাসে মমির মুখে সোনার জিভ
কৃষকদের জঙ্গি আখ্যায়িত করলেন কঙ্গনা
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বলেন, ওই রোগী হাসপাতালে ভর্তি হয়নি। বাড়িতে প্রথমে ধাত্রী দিয়ে সন্তান প্রসবের চেষ্টা করার পর হাসপাতালে নিয়ে আসে। প্রসবের পর আমরা রোগীকে ভর্তি করে প্রয়োজনীয় সব চিকিৎসা দিয়েছি।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) এ ঘটনায় দায়িত্বে থাকা মেডিকেল অফিসার ডা. মারুফুল আলম তালুকদার, নার্স রিনা পাল ও শিল্পী রাণী করকে দায়িত্ব অবহেলার জন্য শোকজ করা হয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) নূর মোহাম্মদ সামছুল আলম।
উল্লেখ্য, মোহনগঞ্জ হাসপাতালে এর আগেও এমন ঘটনা ঘটেছে। আর এদিনই অন্য এক রোগীকে সেবা দিতে গিয়ে খারাপ আচরণের কারণে ডাক্তার নার্সদের বিরুদ্ধে ক্ষেপে গিয়ে হট্টগোল করেন রোগীর স্বজনরা। পরে এ ঘটনায় উল্টো দুই যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেন ডাক্তাররা।
এছাড়াও সামান্য কারণে স্বাস্থ্য কমপ্লেক্সে আসা বেশির ভাগ রোগীকে নেত্রকোনা অথবা ময়মনসিংহে রেফার্ড করার অভিযোগ রয়েছে। এমনকি রেফার্ড করা রোগীদের নিয়ে আবার প্রাইভেট চেম্বারে চিকিৎসা বাণিজ্যসহ নানা অভিযোগ আছে ওই হাসাপাতালের ডাক্তারদের বিরুদ্ধে।
news24bd.tv/আলী
পরবর্তী খবর
মন্তব্য