তুরস্কে চীনা দূতাবাসের সামনে উইঘুর মুসলিমদের বৈঠক

তুরস্কে চীনা দূতাবাসের সামনে উইঘুর মুসলিমদের বৈঠক

অনলাইন ডেস্ক

তুরস্কে বসবাসরত উইঘুর মুসলমানরা চীনা দূতাবাসের কাছে দাবি জানিয়েছে, চীন সরকার তাদের পরিবারের সদস্যদের আটককেন্দ্রে নিয়ে গিয়ে কী অবস্থায় রেখেছে, তা জানাতে হবে। আঙ্কারায় নিযুক্ত চীনা দূতাবাসের বাইরে বৈঠক শেষে এ কথা জানায় তারা।

বিক্ষোভকারীদের পক্ষে মির্জাহমেত ইলিয়াসোগলু বলেন, অন্তত ৫১৯৯ জনের ব্যাপারে আমরা জানি। তাদের খোঁজ মিলছে না।

চীনা কনস্যুলেটে এই তালিকা জমা দেওয়া হয়েছে। কিন্তু চীনা কর্মকর্তারা ওই নথি জমা নেয়নি।

এর আগে গত বছরের ডিসেম্বরে প্রায় একশ উইঘুর ইস্তাম্বুলে চীনা কনস্যুলেটের সামনে জমায়েত হয়ে শান্তিপূর্ণভাবে ১৮ দিন অবস্থান করে প্রতিবাদ জানায়। তাদের দাবি ছিল, ২০১৭ সাল থেকে তারা পরিবারের সদস্যদের খোঁজ পাচ্ছে না।


পরকালের যে বিশ্বাসে মমির মুখে সোনার জিভ

ভক্তের নগ্ন ছবির দেখার ইচ্ছে পুরণ করলেন পূজা হেগড়ে

পার্টি আয়োজনই মৃত ছাত্রী ও তার বন্ধুদের পেশা : পুলিশ

ভারতে ৩০ কোটি মানুষের দেহে করোনার অ্যান্টিবডি


এদিকে চীনে উইঘুর আটককেন্দ্রে লাগাতার ধর্ষণ, যৌন হয়রানি ও শারীরিক নির্যাতনের নতুন অভিযোগ উঠেছে। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। যদিও চীনের দাবি, বিবিসির যে প্রতিবেদনের ভিত্তিতে নিন্দা করেছে যুক্তরাষ্ট্র, ওই প্রতিবেদন সম্পূর্ণ ভুয়া।

news24bd.tv / নকিব