দিনের শুরুতেই ক্যারিবীয়দের চেপে ধরেছে টাইগার বাহিনী

দিনের শুরুতেই ক্যারিবীয়দের চেপে ধরেছে টাইগার বাহিনী

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম টেস্টে প্রথম ইনিংসে সুবিধাজনক অবস্থানে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৪ উইকেটে ১৫৪ রান।

দ্বিতীয় দিন শেষে ওপেনার ব্রাথওয়েট (৪৯) ও এনক্রুমাহ বোনারের (১৭) ব্যাটে ভরে করে ২৯ ওভারে ২ উইকেট হারিয়ে ৭৫ রান করেছিল সফরকারীরা।  

শুক্রবার (৫ ফেব্রুয়ারী) তৃতীয় দিনের শুরুতেই উইকেট পায় বাংলাদেশ।

ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান এনক্রুমাহ বোনারকে আউট করেন তাইজুল ইসলাম। আগেরদিনের ব্যক্তিগত ১৭ রান নিয়ে ব্যাট করতে নেমেছিলেন তিনি। সেই রান আর বাড়াতে পারেননি বোনার। নাজমুল হোসেন শান্তর তালুতে বন্দি হয়ে ফিরে যান সাজঘরে।


নিউইয়র্কে প্রকাশ্য দিবালোকে অভিজাত দোকানে ডাকাতি

ভক্তের নগ্ন ছবির দেখার ইচ্ছে পুরণ করলেন পূজা হেগড়ে

পার্টি আয়োজনই মৃত ছাত্রী ও তার বন্ধুদের পেশা : পুলিশ

তুরস্কে চীনা দূতাবাসের সামনে উইঘুর মুসলিমদের বৈঠক


এরপর দলীয় ১৩০ রানের মাথায় ক্রেইগ ব্র্যাথওয়েটকে ফিরিয়ে দিলেন বাংলাদেশের স্পিনার নাঈম হাসান। নিজের সপ্তম ওভারের দ্বিতীয় বলে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ককে বোল্ড করেন তিনি। ৮৬ বলে ফিফটি করার পর উইন্ডিজ ওপেনার থেমেছেন ৭৬ রানে। ১১১ বলে ১২টি চারে এই রান করেন ব্র্যাথওয়েট।

news24bd.tv / নকিব