দুদক সহকারী পরিচালক আলমগীর হোসেনের বিরুদ্ধে ঘুষের ভিডিও হাইকোর্টে দাখিলের নির্দেশ
পাওনা ২০০ টাকা না দেয়ায় লক্ষ্মীপুরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
অনলাইন ডেস্ক
লক্ষ্মীপুরে পাওনা ২০০ টাকা না দেওয়ায় লোকমান হোসেন (৬৩) নামে রিকশা চালককে পিটিয়ে ও গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার চর রুহিতা ইউনিয়নে এ ঘটনা ঘটে।
পরে স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহত লোকমান হোসেন একই গ্রামের চৌকিদার বাড়ির মৃত মকবুল আহমদের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, চর রুহিতা গ্রামের সিরাজউল্যা পালোয়ানের ছেলে খোরশেদের অটোরিকশা দৈনিক জমা হিসেবে চালাতেন লোকমান হোসেন। কিছু দিন পূর্বে খোরশেদের রিকশা চালানো বন্ধ করে অন্য রিকশা চালানো শুরু করে সে। এতে লোকমানের কাছে ২০০ টাকা পাওনা হয় খোরশেদ।
ঘটনার দিন রাত সাড়ে ১১টার দিকে লোকমানকে রাস্তায় গতিরোধ করে পাওনা টাকা চায় খোরশেদ। টাকা পরে দেওয়ার কথা বললে খোরশেদ অটোরিকশা চালক লোকমানকে এলোপাথাড়ি পিটিয়ে মাটিতে ফেলে দেয়। এক পর্যায়ে তার বুকের ওপর উঠে গলা টিপে হত্যা করে। এ সময় স্থানীয়রা এগিয়ে এলে খোরশেদ ঘটনাস্থল ত্যাগ করে।
নিউইয়র্কে প্রকাশ্য দিবালোকে অভিজাত দোকানে ডাকাতি
ভক্তের নগ্ন ছবির দেখার ইচ্ছে পুরণ করলেন পূজা হেগড়ে
পার্টি আয়োজনই মৃত ছাত্রী ও তার বন্ধুদের পেশা : পুলিশ
তুরস্কে চীনা দূতাবাসের সামনে উইঘুর মুসলিমদের বৈঠক
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, খোরশেদ ও লোকমানের মধ্যে পাওনা টাকা নিয়ে হাতাহাতি করতে গিয়ে লোকমান নিহত হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ময়না তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
news24bd.tv / নকিব
পরবর্তী খবর
মন্তব্য