গ্যালারী কায়ার আয়োজনে ৬১টি শিল্পকর্ম প্রদর্শনী

গ্যালারী কায়ার আয়োজনে ৬১টি শিল্পকর্ম প্রদর্শনী

Other

গ্যালারী কায়ার আয়োজনে এবারে উঠে এসেছে প্রখ্যাত সাতজন চিত্রশিল্পীর আঁকা প্রায় ৬১টি শিল্পকর্ম। প্রদর্শনীর শিরোনাম রাখা হয় সাইন ইন। প্রকৃতি, শৈশব, মানুষের অবয়ব ইত্যাদি নানা ধরণের আঁকা ছবি নিয়ে সুকন্যা আমীর জানাচ্ছেন বিস্তারিত।   

এক একটি ফ্রেম যেনো এক একটি গল্প।

কোন গল্পে ধরা দেয় প্রকৃতি, শৈশব, কোন গল্পে মান-অভিমান। আবার কোন গল্পে, বুক পাঁজরের গুমোট দুঃখ ভাসমান।

আরও পড়ুন:


বিদ্রোহীদের মদদ: শাস্তির আওতায় আসছে এমপি-মন্ত্রীরাও

সু চির প্রধান সহযোগী সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার

ট্রেন লাইনচ্যুত: সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

কারাবন্দীর নারীসঙ্গ: বরখাস্ত হলেন তারা


কোনটা আবার ছেঁড়া রঙে ধুয়ে যাওয়া কাব্যকথন। যার দেয়াল চিঁড়ে বাড়তে থাকে মায়া, কথা কয় নুয়ে পড়া শতাব্দীর নিভৃতচারণ।

গ্যালারী কায়ার পরিচালক গৌতম চক্রবর্তী জানান, ক্লাসিকাল যে বিষয়গুলো আসার কথা ছিল সেগুলোই এসেছে। শিল্পীরা তাদের নিজেস্ব চিত্র তুলে এনেছে।

এসব গল্পের কারিগর প্রখ্যাত সাতজন চিত্রশিল্পী। যাদের আঁকা এসব ছবি নিয়ে গ্যালারী কায়া আয়োজন করেছে প্রদর্শনী।

অ্যাক্রেলিক, তেল রং, প্যাস্টেল, চারকোল ও মিশ্র পদ্ধতিতে আঁকা প্রায় ৬১ টি শিল্পকর্ম নিয়ে এ প্রদর্শনীর শিরোনাম রাখা হয় সাইন ইন।

news24bd.tv আহমেদ

সম্পর্কিত খবর