স্বাধীনতা পুরস্কার-২০২১ পেলেন ৯ ব্যক্তি ও ১ প্রতিষ্ঠান মুক্তিযুদ্ধে একেএম বজলুর রহমান (মরণোত্তর) আখতারুজ্জামান চৌধুরী (মরণোত্তর) শহীদ আহসান উল্লাহ মাস্টার (মরণোত্তর) খুরশিদ উদ্দিন আহমেদ (মরণোত্তর) ড. মৃন্ময় গুহ নিয়োগী (বিজ্ঞান ও প্রযুক্তি) মহাদেব সাহা (সাহিত্য), আতাউর রহমান (সংস্কৃতি) গাজী মাজহারুল আনোয়ার (সংস্কৃতি) অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন (সমাজসেবা) বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (গবেষণা ও প্রশিক্ষণ)
জীবিকার সঙ্গে রাষ্ট্রভাষাকে যুক্ত করা হয়নি: আহমদ রফিক
অন্তরা বিশ্বাস
জীবিকার সঙ্গে রাষ্ট্রভাষাকে যুক্ত করা হয়নি বলে অভিযোগ ভাষাসৈনিক আহমদ রফিকের। আর সে কারণেই সর্বস্তরে বাংলার ব্যবহার নিশ্চিত করা যাচ্ছে না বলে মত তার। ব্যক্তিগত স্বার্থপরতা এবং সরকারের সদিচ্ছার অভাবকেও দায়ি করছেন তিনি। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন।
“রাষ্ট্রভাষা বাংলা চাই। রাজবন্দীদের মুক্তি চাই। সর্বস্তরে বাংলা চাই।” ভাষা আন্দোলনের সময় এগুলোই ছিল মূল দাবি। উচ্চশিক্ষা ও উচ্চ আদালতে বাংলার ব্যবহার চেয়েছিলেন ভাষা শহীদেরা। বুকের তাজা রক্ত দিয়েও তা নিশ্চিত করতে পারেননি তারা। রাষ্ট্রভাষা বাংলা হয়েছে। কিন্ত সর্বস্তরে নেই ব্যবহার। অথচ বিষয়টি খুব কঠিন নয় বলে মনে করেন ভাষা সৈনিক আহমদ রফিক।
আরও পড়ুন:
গ্যালারী কায়ার আয়োজনে ৬১টি শিল্পকর্ম প্রদর্শনী
বিদ্রোহীদের মদদ: শাস্তির আওতায় আসছে এমপি-মন্ত্রীরাও
সু চির প্রধান সহযোগী সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার
ট্রেন লাইনচ্যুত: সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
অনেক অভিভাবক মনে করেন বাংলা মিডিয়ামে না পড়লে সন্তানের পরবর্তী ক্যারিয়ার ভালো হবে না। তারা মনে করেন উচ্চ শিক্ষা ও চাকুরিক্ষেত্রে ভালো ইংরেজী প্রয়োজন। এজন্য সন্তানের জন্য ইংরেজি মিডিয়ামকেই বেছে নেন তারা। তাদের এই মনোভাবের পেছনে সরকারের সদিচ্ছার অভাবকেই দুষছেন ভাষা সৈনিক আহমদ রফিক। তার মতে, রয়েছে শিক্ষাক্ষেত্রের অনেক নীতি নির্ধারকের স্বার্থপর মনোভাবও।
ভাষা সৈনিক আহমদ রফিকের মতে, সরকারি পদক্ষেপের পাশাপাশি প্রয়োজন সাধারণ মানুষের ভাষার প্রতি ভালোবাসাও। তাহলেই নিশ্চিত হবে সর্বস্তরে বাংলার ব্যবহার।
news24bd.tv আহমেদ
পরবর্তী খবর
মন্তব্য