অবৈধ গ্যাস সংযোগ নেওয়ায় আ.লীগ নেতাকে লাখ টাকা অর্থদণ্ড

অবৈধ গ্যাস সংযোগ নেওয়ায় আ.লীগ নেতাকে লাখ টাকা অর্থদণ্ড

Other

গাজীপুরের শ্রীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে আবুল খায়ের নামে এক আওয়ামী লীগ নেতাকে এক লাখ টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার বিকেলে এ দণ্ড দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেন।

দণ্ডিত আবুল খায়ের শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সম্পাদক (বর্তমানে সদস্য) ও গাজীপুর জেলা পরিষদের সদস্য।

আরও পড়ুন: 


স্তন ঝুলে যায় কেন?

৯টা-৫টা ডেস্ক ওয়ার্ক সম্ভব না: ভারতের সর্বকনিষ্ঠ পাইলট

যেকোনো মুহূর্তে সরকার পতন: রিজভী

ধর্ষণের পর শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসক বলছেন ‘ভিন্ন কথা’


তিতাস গ্যাস গাজীপুর অফিসের ব্যবস্থাপক সুরুজ আলম জানান, তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণের নিয়মিত অভিযান চলছে।

এরই অংশ হিসেবে বৃহস্পতিবার জেলার শ্রীপুর উপজেলার কেওয়া ফখরুদ্দিন মোড় এলাকায় অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় কেওয়া এলাকার আবুল খায়েরের টিনশেড কয়েকটি বাসায় এবং তার ৬ তলাবিশিষ্ট একটি বাড়ির বিভিন্ন ফ্ল্যাটে অবৈধ গ্যাস ব্যবহার করতে দেখা যায়। ভ্রাম্যমাণ আদালতের কাছে তিনি অবৈধ গ্যাসের লাইন থাকার কথা স্বীকার করেন।

এসময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে তিন সপ্তাহ কারাদণ্ড দেন।

তাৎক্ষণিকভাবে এক লাখ টাকা জরিমানা দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

অভিযান পরিচালনার সময় তিতাস গ্যাস গাজীপুর অফিসের ব্যবস্থাপক সুরুজ আলম, উপব্যবস্থাপক মির্জা শাহনেওয়াজ লতিফ, সহকারী প্রকৌশলী জাবের নূরানী ও ফয়সাল আহমেদ প্রমুখ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

news24bd.tv তৌহিদ