৭ই মার্চের ভাষণই প্রকৃত স্বাধীনতার ঘোষণা: প্রধানমন্ত্রী
রিসোর্টে মদপানে তিন মৃত্যু: মদ সরবরাহকারী গ্রেপ্তার
শেখ সফিউদ্দিন জিন্নাহ, গাজীপুর
গাজীপুরের সারা রিসোর্ট বিষাক্ত মদ সরবরাহ ও তিনজনের মৃত্যুর ঘটনায় মদ সরবরাহের জড়িত থাকার অভিযোগের জাহিদ মৃধা নামে একজনকে গ্রেপ্তার করেছে গাজীপুর জেলার ডিবি পুলিশ। তাকে বৃহস্পতিবার ঢাকার নিকুঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে আজ শুক্রবার গাজীপুর পুলিশ সুপার কার্যালয় এর সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিং করা হয়।
আরও পড়ুন:
৯টা-৫টা ডেস্ক ওয়ার্ক সম্ভব না: ভারতের সর্বকনিষ্ঠ পাইলট
যেকোনো মুহূর্তে সরকার পতন: রিজভী
ধর্ষণের পর শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসক বলছেন ‘ভিন্ন কথা’
ব্রিফিংয়ে গাজীপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম জানান, জেলার শ্রীপুর উপজেলার সারা রিসোর্টে এশিয়াটিক মার্কেটিং কোম্পানির তিনজন মদ খেয়ে মারা গেছেন গত ৩১ জানুয়ারি ও পহেলা ফেব্রুয়ারি। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করে তদন্ত চলাকালে মদ সরবরাহকারী জাহিদ মৃধাকে ঢাকার নিকুঞ্জ এলাকা থেকে গাজীপুর ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মদ সরবরাহের বিষয়টি স্বীকার করেছে গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তি। তার গ্রামের বাড়ি বরিশাল জেলার আগৈলঝাড়া থানার আমবৌলা গ্রামে গ্রামে।
তিনি আরো জানান, এর সঙ্গে রিসোর্টের আরও কেউ জড়িত থাকলে তাদেরকেও পর্যাক্রমে আইনের আওতায় আনা হবে।
news24bd.tv তৌহিদ
পরবর্তী খবর
মন্তব্য