চার মাসে চার রেল দুর্ঘটনা; সিলেটেই কেন?

চার মাসে চার রেল দুর্ঘটনা; সিলেটেই কেন?

Other

দুর্ঘটনার জন্য আলোচিত ট্রেন রুট সিলেট। শেষ চার মাসে দুর্ঘটনা ঘটেছে চারবার। স্থানীয়রা বলছেন, নিয়মিত তদারকির অভাব আর রেল কর্মীদের গাফিলতিতেই ঘটছে দুর্ঘটনা।

রেলমন্ত্রীর দাবি, কারণ চিহ্নিত করে এরই মধ্যে নেওয়া হয়েছে বিশেষ প্রকল্প।

কাজ শেষ হলেই কমে আসবে দুর্ঘটনা।

২৪ জুন ২০১৯। সিলেট থেকে ঢাকাগামী উপবন এক্সপ্রেস ট্রেন মৌলভীবাজারের কুলাউড়ার বরমচাল এলাকায় দুর্ঘটনায় পড়ে। নিহত হয় চারজন।

আহত হন অর্ধশতাধিক।

২০২০ সালের ৭ নভেম্বর। সিলেট আখাউড়া রেলসেকশনের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও স্টেশনের অদুরে তেলবাহীর ছয়টি বগি লাইনচ্যুত হয়ে সারা দেশের সঙ্গে সিলেটের রেলযোগযোগ বন্ধ হয়ে যায়।

আরও পড়ুন:


স্তন ঝুলে যায় কেন?

৯টা-৫টা ডেস্ক ওয়ার্ক সম্ভব না: ভারতের সর্বকনিষ্ঠ পাইলট

যেকোনো মুহূর্তে সরকার পতন: রিজভী

ধর্ষণের পর শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসক বলছেন ‘ভিন্ন কথা’


রেল সূত্রগুলো বলছে, শেষ চার মাসে সিলেট রুটে মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে ৩ বার।

প্রত্যেকবার দুর্ঘটনার পর গঠিত হয় তদন্ত কমিটি। কিন্তু কোনো প্রতিবেদনই আলোর মুখ দেখেনি।

রেলমন্ত্রী বলছেন, এই রুটে দুর্ঘটনা রোধে বিশেষ একটি প্রকল্পের কাজ চলছে। শেষ হলে দুর্ঘটনা কমে আসবে বলেও জানান তিনি।

নিরাপদ যাত্রার বাহন ট্রেন বাংলাদেশে বারবারই দুর্ঘটনার কবলে পড়ে। এতে ক্ষতি হয় রাষ্ট্রীয় সম্পদের। প্রাণ যাচ্ছে নিরীহ মানুষের।

যাত্রীদের দাবি, দ্রুত কারণ অনুসন্ধান করে নেওয়া হোক কার্যকর পদক্ষেপ।

news24bd.tv তৌহিদ