মিয়ানমারের মিতকিয়ানায় পুলিশের গুলিতে ২ বিক্ষোভকারী নিহত
বাংলাদেশে আসছে টম এন্ড জেরি
অনলাইন ডেস্ক
টম এন্ড জেরি প্রেমীদের জন্য সুখবর। আগামি ২৬ ফেব্রুয়ারি বাংলাদেশে আসছে ‘টম এন্ড জেরিকে নিয়ে নির্মিত সিনেমা। বিষয়টি নিশ্চিত করেছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।
টম এন্ড জেরি, এই দুই কার্টুন চরিত্রই মানুষের কাছে খুবই প্রিয়। বিশেষ করে তাদের মজার মজার সব দুষ্টুমিগুলো। তাদের সঙ্গে রাগী দারোয়ান কুকুর বুলডগসহ প্রতিটি চরিত্র দর্শকের কাছে সমান প্রিয়।
আরও পড়ুন:
৯টা-৫টা ডেস্ক ওয়ার্ক সম্ভব না: ভারতের সর্বকনিষ্ঠ পাইলট
যেকোনো মুহূর্তে সরকার পতন: রিজভী
ধর্ষণের পর শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসক বলছেন ‘ভিন্ন কথা’
দর্শকপ্রিয়তার কথা বিবেচনা করে ১৯৯২ সালে টম এন্ড জেরিকে নিয়ে নির্মিত হয়েছিল সিনেমা। আবারও নতুন করে বড় পর্দায় হাজির হচ্ছে সবার প্রিয় বিড়াল ও ইঁদুরটি। সিনেমাটির ট্রেলারও প্রকাশিত হয়েছে।
ওয়ার্নার ব্রাদার্স যে টম অ্যান্ড জেরি সিনেমা নিয়ে আসছে তা শুধু অ্যানিমেশন নির্ভর নয়। এখানে টম আর জেরির অবয়ব এবং তাদের নানা কাণ্ডকারখানা ফুটিয়ে তুলতে ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তির অ্যানিমেশন। তবে, সিনেমার বাকি অংশ জুড়ে অভিনয় করবে মানুষেই।
news24bd.tv তৌহিদ
পরবর্তী খবর
মন্তব্য