গ্যালারি কায়ার আয়োজনে সাত চিত্রশিল্পীর ৬১টি শিল্পকর্ম প্রদর্শনী

Other

গ্যালারি কায়ার আয়োজনে এবারে উঠে এসেছে প্রখ্যাত সাতজন চিত্রশিল্পীর আঁকা প্রায় ৬১টি শিল্পকর্ম। প্রদর্শনীর শিরোনাম রাখা হয় সাইন ইন। প্রকৃতি, শৈশব, মানুষের অবয়ব ইত্যাদি নানা ধরণের আঁকা ছবি এক একটি ফ্রেম যেনো এক একটি গল্প।

কোন গল্পে ধরা দেয় প্রকৃতি, শৈশব, কোন গল্পে মান-অভিমান।

আবার কোন গল্পে, বুক পাঁজরের গুমোট দুঃখ ভাসমান।  
   
কোনটা আবার ছেঁড়া রঙে ধুয়ে যাওয়া কাব্যকথন। যার দেয়াল চিঁড়ে বাড়তে থাকে মায়া, কথা কয় নুয়ে পড়া শতাব্দীর নিভৃতচারণ।


দূষণের প্রতিবাদ: পরিত্যক্ত পানির বোতল দিয়ে তৈরি মৎস্যভাস্কর্য

ডিজে নেহা রিমান্ডে

বঙ্গবন্ধুকে উৎসর্গ করা হচ্ছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা


এসব গল্পের কারিগর প্রখ্যাত সাতজন চিত্রশিল্পী।

যাদের আঁকা এসব ছবি নিয়ে গ্যালারী কায়া আয়োজন করেছে প্রদর্শনী।

অ্যাক্রেলিক, তেল রং, প্যাস্টেল, চারকোল ও মিশ্র পদ্ধতিতে আঁকা প্রায় ৬১ টি শিল্পকর্ম নিয়ে এ প্রদর্শনীর শিরোনাম রাখা হয় সাইন ইন।

news24bd.tv নাজিম