সিলেটে তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত: এখনও বন্ধ রেলযোগাযোগ

নিজস্ব প্রতিবেদক

সিলেটের ফেঞ্চুগঞ্জে তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত্যের ১৯ ঘন্টা পরেও স্বাভাবিক হয় নি রেল যোগাযোগ। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো উদ্ধার কাজ চলছে। অগ্রগতি সন্তোষজনক হলেও কখন নাগাদ উদ্ধার কাজ শেষ হবে তা নিশ্চিত করতে পারেননি রেল কর্মকর্তারা।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টার দিকে ফেঞ্চুগঞ্জের গুতিগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এতে ৭ টি বগি লাইনচ্যুত হয়। ঘটনার পর থেকে সারা দেশের সাথে সিলেটের রেল যোগাযোগ বিচ্ছিন হয়ে পড়ে।


স্কুলে হিজাব পরার বাধ্যবাধকতা তুলে দিল ইন্দোনেশিয়া

দূষণের প্রতিবাদ: পরিত্যক্ত পানির বোতল দিয়ে তৈরি মৎস্যভাস্কর্য

ডিজে নেহা রিমান্ডে

বঙ্গবন্ধুকে উৎসর্গ করা হচ্ছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা


দুর্ঘটনার কারণ অনুসন্ধানে রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা খায়রুল ইসলামকে প্রধান করে ৫ সদস্যের কমিটি করা হয়েছে। ট্রেনের ওয়াগন থেকে ছড়িয়ে পড়া জ্বালানী তেল সংগ্রহের নেমেছেন স্থানীয়রা।

তেল সংগ্রহে আসা মানুষকে সরাতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

news24bd.tv নাজিম