মোহাম্মদপুরে সিটি কপোরেশনের ড্রেননির্মাণে অনিয়মের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মোহাম্মদপুরে সিটি কপোরেশনের ড্রেননির্মাণে নানা অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে এখানে পয়োবর্জ্যর পথ হিসেবে সিটি কপোরেশনের নতুন ড্রেনে সংযোগ দিচ্ছেন স্থানীয় বাড়ি মালিকরা।  

এ অভিযোগের তথ্য সংগ্রহে বাধাঁ দেয়া হয় গণমাধ্যম কর্মীদের। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগ বলছে, পয়বর্জ্য সরাসরি ড্রেনে দেয়ার কোন সুযোগ নেই।

 

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৯ নাম্বার ওয়ার্ড কাউন্সিলর সলিমউল্লাহ সলুর বাড়ির সামনের সড়কে চলছে ড্রেন নির্মাণ ও সড়ক সংস্কার কাজ। এ কাজে ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে উঠেছে অনিয়মের অভিযোগ।

সরেজমিন ঘুরে দেখা যায়, নতুন ড্রেনের মধ্যে দিয়ে বিভিন্ন সেবা সংস্থার সংযোগ লাইন রেখেই কাজ শেষ করা হচ্ছে। স্থানীয়দের দাবি, এসব লাইনের ময়লা-অবর্জনা আটকে জলাবদ্ধতা তৈরি হবে বর্ষাকালে।

অভিযোগ রয়েছে, ওয়ার্ডের কোন ভবনেই সেপটিক ট্যাংক নাই। ফলে বাসা-বাড়ির পয়োবর্জ্য বেরিয়ে যেতে ড্রেনে পাইপ সংযোগ দিচ্ছেন স্থানীয়রা। এসবের ভিডিও ফুটেজ সংগ্রহ করতে গেলে বাড়ির মালিকদের রোষানলে পড়েন গণমাধ্যমকর্মীরা।


স্কুলে হিজাব পরার বাধ্যবাধকতা তুলে দিল ইন্দোনেশিয়া

দূষণের প্রতিবাদ: পরিত্যক্ত পানির বোতল দিয়ে তৈরি মৎস্যভাস্কর্য

ডিজে নেহা রিমান্ডে

বঙ্গবন্ধুকে উৎসর্গ করা হচ্ছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা


ভবন মালিকদের সাথে ঠিকাদারী প্রতিষ্ঠানের যোগসাজশে এমন অনিয়ম হয়েছে বলে মনে করেন সিটি কর্পোরেশনের প্রকৌশলী।

অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান সিটি কর্পোরেশনের এই কর্মকর্তা।

news24bd.tv নাজিম