টানা পঞ্চম জয় বায়ার্নের

টানা পঞ্চম জয় বায়ার্নের

অনলাইন ডেস্ক

বুন্দেস লিগায় টানা পঞ্চম জয়ের স্বাদ পেল বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। হার্থা বার্লিনকে ১-০ গোলে হারিয়ে শীর্ষস্থান মজবুত করল বাভারিয়ানরা। শিরোপাধারীদের সঙ্গে ফিরতি পর্বের দেখায়ও বেশ ভালোই লড়াই করল হার্থা বার্লিন। প্রত্যাশিত জয়ে পয়েন্ট তালিকায় শীর্ষস্থান আরও মজবুত করেছে বায়ার্ন মিউনিখ।

মৌসুমটা দারুণ কাটছে বায়ার্ন মিউনিখের। বাভারিয়ানদের জয়ের ট্রেন ছুটছে দুর্বার গতিতে। কোচের আস্থার প্রতিদান দিতে বিন্দুমাত্র ভুল করছেন না লেওয়ানডস্কি- লেরয় সানেরা। এবার হার্থা বার্লিনকে হারিয়ে আসরে টানা পঞ্চম জয়ের উল্লাসে মেতে উঠল বর্তমান চ্যাম্পিয়নরা।

বার্লিনে প্রবল তুষারপাতে বায়ার্নকে আতিথ্য দেয় হার্থা বার্লিন। ম্যাচের শুরুতেই আধিপত্য বিস্তার বায়ার্ন মিউনিখের। প্রতিপক্ষের রক্ষণপ্রাচীর ভাঙ্গতে মুর্হমুহ আক্রমণ শানায় মুলার-গ্যানাব্রি-কোম্যানরা। যেখানে এগিয়ে যাওয়ার সুযোগও পেয়েছিল বাভারিয়ানরা। লেরয় সানেকে হার্থা গোলকিপার রুনে ফাউল করলে পেনাল্টি পায় হ্যানসি ফ্লিকের দল। কিন্তু ১১ মিনিটে সুযোগ পেয়েও স্পট কিক থেকে গোল করতে ব্যর্থতার পরিচয় দেন আসরের সর্বোচ্চ গোলদাতা লেওয়ানডস্কি।


গোনাহ ক্ষমা হয় যে দোয়ায়

আয়-রোজগারে বরকত লাভের উপায়

যেমন আছে সু চি


তিন মিনিট পরই লিড নিতে পারতো স্বাগতিকরা। কিন্তু পিয়াতেকের দূরপাল্লার শট রুখে দেন বায়ার্ন গোলরক্ষক ম্যানুয়েল নয়ার। তবে ২১ মিনিটে এগিয়ে যায় বায়ার্ন মিউনিখ। মুলারের অ্যাসিস্টে দুর্দান্ত শটে জালের ঠিকানা খুঁজে নেন ফরাসি ফরোয়ার্ড কিংসলে কোম্যান।

বিরতির পর দাপুটে ফুটবল বায়ার্নের। যেখানে চার মিনিটে ব্যবধানে দুটি হেড করেও প্রতিপক্ষের গোলকিপারকে পরাস্ত করতে পারেননি পোলিশ ফরোয়ার্ড লেওয়ানডস্কি। শেষ পর্যন্ত আর হার্থা বার্লিন সমতায় ফিরতে না পারলে জয় নিয়ে মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা।

লিগে টানা পঞ্চম ও মোট পঞ্চদশ জয় পেল বায়ার্ন। সঙ্গে তিন ড্রয়ে ২০ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। ১৯ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে লাইপজিগ।  

news24bd.tv/আলী