মিয়ানমারে এবার বন্ধ হল টুইটার-ইন্সটাগ্রাম

মিয়ানমারে এবার বন্ধ হল টুইটার-ইন্সটাগ্রাম

অনলাইন ডেস্ক

সেনা অভ্যুত্থানকে কেন্দ্র করে সেনাশাসিত মিয়ানমারে ফেসবুকের পর এবার টুইটার ও ইন্সটাগ্রামও বন্ধ বন্ধ করা হল।

আজ শনিবার সিএনএন এর একটি প্রতিবেদনে বলা হয়, মিয়ানমারের ট্রান্সপোর্ট ও কমিউনিকেশন মন্ত্রণালয় মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানকে টুইটার ও ইনস্টাগ্রাম বন্ধের নির্দেশ দেয়।

মিয়ানমারে মোবাইল সেবা প্রদানকারী নরওয়ের কোম্পানি টেলিনর এ তথ্য জানিয়েছে। এছাড়া সারা বিশ্বে ইন্টারনেট সেবার বিঘ্ন এবং সাটডাউনের বিষয়টি পর্যবেক্ষণ করে নেটব্লকস।

তারাও বিষয়টি নিশ্চিত করেছে।


নিউইয়র্কে প্রকাশ্য দিবালোকে অভিজাত দোকানে ডাকাতি

রাশিয়া ও চীনের সাথে আমেরিকার পরমাণু যুদ্ধের আশঙ্কা: অ্যাডমিরাল চার্লস রিচার্ড

জাতিসংঘের নিন্দাপ্রস্তাব আটকে দিল চীন

ট্রাম্পের নীতিতে হাঁটছেন না বাইডেন, বিপাকে সৌদি আরব


এদিকে, মিয়ানমার কর্তৃপক্ষের উদ্যোগে গভীর উদ্বেগ প্রকাশ করেছে টুইটার কর্তৃপক্ষ।

news24bd.tv / নকিব