কলেজ শিক্ষক হত্যা, ২ জনের যাবজ্জীবন

প্রতীকী ছবি

কলেজ শিক্ষক হত্যা, ২ জনের যাবজ্জীবন

নাসিম উদ্দীন • নাটোর প্রতিনিধি

নাটোরে কলেজ শিক্ষক আনিছুর রহমান আরিফ হত্যা মামলার ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। আজ (৫ এপ্রিল) দুপুরে নাটোরের জেলা ও দায়রা জজ রেজাউল করিম এ রায় দেন।  

সাজাপ্রাপ্তরা হলেন হাবিবুর রহমান হবি ও আমিরুল ইসলাম। তারা পলাতক রয়েছেন।

নাটোর জজ কোর্টের পিপি জানান, সদর উপজেলার হয়বয়তপুর বেগম খালেদা জিয়া কলেজের শিক্ষক আনিছুর রহমান আরিফ ২০০৯ সালের ১৮ জুলাই কলেজ শেষে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া এলাকায় নিজ বাড়িতে ফিরছিলেন। পথে দুর্বৃত্তরা তাকে হত্যা করে রামাগারি এলাকায় রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায়।  

এ ঘটনায় নিহত আরিফের পিতা আফতাব উদ্দিন ছেলের দুই বন্ধু হাবিবুর রহমান হবি ও আমিরুল ইসলামকে অভিযুক্ত করে বড়াইগ্রাম থানায় মামলা করেন। পুলিশ দুইজনকে অভিযুক্ত করে আদলতে অভিযোগ পত্র জমা দেয়।

আদালত সাক্ষ্য প্রমাণ শেষে এই রায় দেন।

নাসিম/অরিন/নিউজ টোয়েন্টিফোর


 

সম্পর্কিত খবর