অফলাইনে থেকে হোয়াটসঅ্যাপে চ্যাট

অফলাইনে থেকে হোয়াটসঅ্যাপে চ্যাট

অনলাইন ডেস্ক

হোয়াটসঅ্যাপ ব্যবহারের প্রাইভেসি নিয়ে সম্প্রতি অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন।

হোয়াটসঅ্যাপে লাস্ট সিন বন্ধ করে রাখলেও চ্যাট করার সময় আপনাকে অনলাইন দেখায়। যদিও অনেক সময় গোপনীয়তার জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহারের সময় অদৃশ্য থাকতে চান অনেকেই। আর সেই জন্যই রয়েছে এমন এক উপায় যেখানে হোয়াটসঅ্যাপে চ্যাট করলেও আপনাকে অনলাইন দেখাবে না।

 

এই কাজের জন্য আপনাকে অন্য একটি অ্যাপের সাহায্য নিতে হবে।

শুরুতেই প্লে স্টোরে গিয়ে ‘ডব্লিউএ বাবল ফর চ্যাট’ ইন্সটল করুন। এই অ্যাপ ইন্সটলের পরে আপনার ফোনে ‘অ্যাকসেসিবিলিটি পারমিশন’ চাইবে এই অ্যাপ। এই অনুমতি দেওয়ার পরেই নতুন অ্যাপ ব্যবহার শুরু করা যাবে।


স্বামী পালালেও ২০ কেজি গাঁজা নিয়ে স্ত্রী ধরা

রাশিয়া ও চীনের সাথে আমেরিকার পরমাণু যুদ্ধের আশঙ্কা: অ্যাডমিরাল চার্লস রিচার্ড

জাতিসংঘের নিন্দাপ্রস্তাব আটকে দিল চীন

ট্রাম্পের নীতিতে হাঁটছেন না বাইডেন, বিপাকে সৌদি আরব


এই অ্যাপ ব্যবহার শুরু করলে মেসেঞ্জারের মতোই হোয়াটসঅ্যাপের সব চ্যাট বাবলে দেখা যাবে। আর এই অ্যাপ ব্যবহার করে চ্যাট করার সময় আপনাকে কখনই অনলাইন দেখাবে না। যদিও আপনি সহজেই হোয়াটসঅ্যাপে চ্যাট চালিয়ে যেতে পারবেন। যদিও শুধু অ্যানড্রয়েড গ্রাহকরাই এই ফিচার ব্যবহার করতে পারবেন।

এ ছাড়াও ‘জিডব্লিউবি হোয়াটসঅ্যাপ’ অ্যাপ ব্যবহার করেও এই ফিচার কাজে লাগানো যাবে।

news24bd.tv / নকিব