তৈরি হচ্ছে অ্যামাজনের নতুন অফিস

তৈরি হচ্ছে অ্যামাজনের নতুন অফিস

অনলাইন ডেস্ক

অনলাইনে কেনাকাটার জন্য বিশ্বের সবচেয়ে বড় প্রতিষ্ঠান অ্যামাজন। সম্প্রতি তারা তাদের নতুন অফিস তৈরির কাজে হাত দিয়েছে।

অ্যামাজন নিউজ নামের একটি টুইটার অ্যাকাউন্ট থেকে অ্যামাজনের এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। জানা গিয়েছে, ২.৮ মিলিয়ন স্কোয়ার ফুটের ওপর তৈরি করা হচ্ছে ওই নতুন অফিস।

যেখানে প্রকৃতির সান্নিধ্যে এসে কাজ করতে পারবেন কর্মীরা।

ছবি দেখে মনে হচ্ছে অ্যামাজনের নয়া ভবনটি যেন অনেকটা উলটানো স্ক্রু-এর মতো। যার ছত্রে ছত্রে গজিয়ে উঠেছে অসংখ্য গাছপালা। পাক খেয়ে বিল্ডিং উঠেছে ওপরের দিকে।

দেখে যেন মনে হচ্ছে কোনও এক নতুন বিল্ডিংয়ে অসংখ্য গাছ গজিয়ে উঠেছে।

অ্যামাজন ভার্জিনিয়ার আর্লিংটনে নিজেদের হেডঅফিসের নতুন ডিজাইন সামনে এনেছে। এই অফিসটি কাঁচের তৈরি, যা উচ্চতায় হবে ২৫০ কিমি। বিল্ডিংটি যে খাড়া উঠে যাবে এমনটা মোটেই না। এটা মোচড়ানো বাঁকা হবে। বিল্ডীং-এর সর্বত্র থাকবে গাছপালা। এখানকার মানুষকে প্রকৃতির কাছাকাছি অনুভব করাতে এই ব্যবস্থা।


স্বামী পালালেও ২০ কেজি গাঁজা নিয়ে স্ত্রী ধরা

রাশিয়া ও চীনের সাথে আমেরিকার পরমাণু যুদ্ধের আশঙ্কা: অ্যাডমিরাল চার্লস রিচার্ড

জাতিসংঘের নিন্দাপ্রস্তাব আটকে দিল চীন

ট্রাম্পের নীতিতে হাঁটছেন না বাইডেন, বিপাকে সৌদি আরব


আমাজন জানুয়ারিতে নতুন সদর দফতর তৈরি শুরু করেছে। করোনার কথা মাথায় রেখে করোনা প্রোটোকল মেনে নতুন অফিস তৈরির কাজ চলছে। বিপুল সংখ্যক অ্যামাজন কর্মচারী বর্তমানে ওয়ার্ক ফ্রম হোম পরিষেবায় কাজ করছেন। অ্যামাজন জানাচ্ছে, তাঁদের এই অফিসটি তৈরি করা হচ্ছে, সদূর ভবিষ্যতের কথা মাথা রেখে। অ্যামাজন জানাচ্ছে তাঁরা আগামী ১০ বছরে ২৫ হাজার চাকরি দেবে।

news24bd.tv / নকিব

এই রকম আরও টপিক