আমেরিকাকে যুদ্ধের হুমকি দিল তালেবানরা

আমেরিকাকে যুদ্ধের হুমকি দিল তালেবানরা

অনলাইন ডেস্ক

আফগানিস্তান থেকে আগামী মে মাসের মধ্যে সব মার্কিন সেনা প্রত্যাহার করা না হলে ‘ভয়াবহ যুদ্ধের’ হুমকি দিয়েছে আফগান তালেবানরা। এই গোষ্ঠী ওয়াশিংটনকে হুমকি দিয়ে বলেছে, তাদের সঙ্গে মার্কিন সরকারের স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী সেনা প্রত্যাহার করা না হলে ‘ভয়াবহ যুদ্ধ’ এবং ‘সংঘর্ষের ভয়ঙ্কর বিস্তার’ ঘটবে।

শুক্রবার নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত এক সতর্কবার্তায় এ হুঁশিয়ারি উচ্চারণ করে তালেবান। যার শিরোনাম হচ্ছে- ‘আগ্রাসী সেনাদের প্রত্যাহারের তারিখ নবায়ন করা হলে যা হবে।

’ তালেবান সতর্ক করে দিয়ে আরো বলেছে, “দোহা চুক্তি লঙ্ঘন করা হলে বড় আকারের যুদ্ধ শুরু হবে যার সম্পূর্ণ দায় নিতে হবে মার্কিন প্রশাসনকে। ”

আরও পড়ুন:


একদিন হঠাৎ থমকে যাবে সব আয়োজন!

লাগামহীন ভোজ্যতেলের বাজার

ইয়েমেন যুদ্ধে অস্ত্রসহ সব ধরনের সহযোগিতা বন্ধ ঘোষণা বাইডেনের

চতুর্থ দিনের শুরুতেই মুশফিককে হারালো টাইগাররা


সম্প্রতি মার্কিন কংগ্রেসের ‘আফগান স্টাডি গ্রুপ’ এক প্রতিবেদনে প্রেসিডেন্ট জো বাইডেনকে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সময়সীমা বাড়ানোর প্রস্তাব করেছে। তালেবানের সতর্কবার্তায় ওই প্রতিবেদনের প্রতি ইঙ্গিত করা হয়।

কাতারের রাজধানী দোহায় ২০২০ সালের ২৯ ফেব্রুয়ারি কথিত এক শান্তিচুক্তিতে সই করে তালেবান ও আমেরিকা।

ওই চুক্তিতে আফগানিস্তান থেকে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সেনা প্রত্যাহারের কথা বলা হলেও এখন পর্যন্ত সে প্রতিশ্রুতি পূরণ করা হয়নি। সূত্র: পার্সটুডে।

news24bd.tv আহমেদ