স্বৈরশাসক ব্যর্থ হও; গণতন্ত্রের জয় হোক: স্লোগানে মুখর মিয়ানমার

স্বৈরশাসক ব্যর্থ হও; গণতন্ত্রের জয় হোক: স্লোগানে মুখর মিয়ানমার

অনলাইন ডেস্ক

সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে মিয়ানমারের ইয়াঙ্গুনে শত শত মানুষ বিক্ষোভ র‌্যালি করেছে। "সামরিক স্বৈরশাসক, ব্যর্থ হও, ব্যর্থ হও; গণতন্ত্রে জয় হোক, জয় হোক জয়" এই স্লোগানে মুখরিত করেছে সাধারণ মানুষ। সেনাবাহিনীর দায়িত্ব নেওয়ার পর থেকে এটি সবচেয়ে বড় প্রতিবাদ। খবর বিবিসির।

এনএলডি নেত্রী অং সান সু চিসহ অন্যান্য আটককৃতদের মুক্তির দাবি জানান তারা। সেনাবাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ করে দিয়েছে বিক্ষোভ ঠেকাতে।  

news24bd.tv

শুক্রুবার মিয়ানমারের প্রধান ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান টেলিনর জানিয়েছে যে, পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত তাদের সেবা বন্ধ রাখতে বলা হয়েছে সামরিক সরকারের পক্ষ থেকে।  

গত বৃহস্পতিবার ফেইসবুক বন্ধ করে দিয়েছে সেনা সরকার।

অসমর্থিত সূত্রে জানা যায় শনিবার থেকে পুরোপুরিভাবে ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়ার জন্য বলা হয়েছে।  


শিশু সন্তান রেখে পরকীয়া প্রেমিকের সঙ্গে উধাও গৃহবধূ

স্বামী পালালেও ২০ কেজি গাঁজা নিয়ে স্ত্রী ধরা

ধর্ষণ ও হত্যাই যেন তার পেশা!


সু চির আইনজীবী জানিয়েছেন যে, সু চিকে গৃহবন্দী করে রাখা হয়েছে। পুলিশ জানিয়েছে সু চি ওয়াকিটকিসহ যোগাযোগের কিছু সরঞ্জাম অবৈধভাবে আমদানি করে ঘরে রেখেছে। এই অভিযোগে তার বিরুদ্ধে মামলাও হয়েছে ইতোমধ্যে।  

উল্লেখ্য, গত ১লা ফেব্রুয়ারি মিয়ানমারে সেনা অভ্যুত্থান হয়েছে। আটক করা হয়েছে অং সান সু চিসহ প্রেসিডেন্ট এবং দলের শীর্ষ নেতাদের। সৈন্যরা রাস্তায় টহল দিচ্ছে এবং রাতের সময় কারফিউ কার্যকর হচ্ছে।  

এক বছরের জন্য জরুরী অবস্থা ঘোষণা করা হয়েছে। অং সান সু চি তার সমর্থকদের "অভ্যুত্থানের বিরুদ্ধে প্রতিবাদ করার" প্রতি আহ্বান জানিয়েছেন।  

news24bd.tv আয়শা