আঞ্চলিক সহযোগিতায় ভারত-বাংলাদেশ অনন্য মডেল: শ্রিংলা
মার্চে ঢাকা সফরে আসছেন নরেন্দ্র মোদি

আঞ্চলিক সহযোগিতায় ভারত-বাংলাদেশ অনন্য মডেল: শ্রিংলা

অনলাইন ডেস্ক

করোনাভাইরাসকে প্রতিরোধ করতে ভারত–বাংলাদেশ যৌথভাবে অনন্য মডেল হিসেবে কাজ করে চলেছে বলে জানালেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা। গত শুক্রবার তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।

তিনি আরও জানান, বাংলাদেশের স্বাধীনতা দিবসের ৫০ বছর পূর্তি উৎসবে মার্চ মাসে ঢাকা সফরে আসছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

তিনি বলেন, "ভারত–বাংলাদেশ ঐক্যবদ্ধভাবে আঞ্চলিক সহযোগিতার মডেল তৈরি করছে।

দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক অনেক বেশি মজবুত। করোনা–উত্তর সময়ে আমাদের সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে। "‌

মহামারীর মধ্যেও দুই দেশের মধ্যে ভার্চুয়াল বৈঠক হয়েছে। এমনকী একাধিকবার মাস্ক, স্যানিটাইজার পাঠানো হয়েছে বাংলাদেশে।

এখন করোনা ভ্যাকসিনও পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, দুটি দেশের ইতিহাস, সংস্কৃতি ও ভাষাগত সম্পর্ক রয়েছে। যেগুলো ভবিষ্যতেও দুটি দেশের শান্তি ও সমৃদ্ধির পথে সেতুবন্ধনের কাজ করবে।


স্বামী পালালেও ২০ কেজি গাঁজা নিয়ে স্ত্রী ধরা

রাশিয়া ও চীনের সাথে আমেরিকার পরমাণু যুদ্ধের আশঙ্কা: অ্যাডমিরাল চার্লস রিচার্ড

জাতিসংঘের নিন্দাপ্রস্তাব আটকে দিল চীন

ট্রাম্পের নীতিতে হাঁটছেন না বাইডেন, বিপাকে সৌদি আরব


১৯৭১ সালে স্বাধীনতা অর্জন থেকেই ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক রয়েছে। ২০২১ সাল যে শুধু বাংলাদেশের স্বাধীনতার ৫০তম বর্ষপূর্তি তাই নয়, এটি ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কেরও ক্ষেত্রেও একটি মাইলফলক বলেও জানান তিনি।

news24bd.tv / নকিব