সবাইকে ছাড়িয়ে মুমিনুল

সবাইকে ছাড়িয়ে মুমিনুল

অনলাইন ডেস্ক

সবাইকে ছাড়িয়ে অনন্য উচ্চতায় মুমিনুল হক। বাংলাদেশকে এগিয়ে নিতে দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নিলেন মুমিনুল হক। সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরির মালিক এখন এই বাঁহাতি ব্যাটসম্যান। সেই সঙ্গে ষষ্ঠ টেস্ট ফিফটির দেখা পেয়েছেন লিটন দাশ।

বাংলাদেশের জার্সিতে এর আগে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরির মালিক ছিলেন তামিম ইকবাল (৯টি)। এতদিন টাইগার ওপেনারের সঙ্গে রেকর্ড ভাগাভাগি করছিলেন মুমিনুল। এবার তামিমকেও ছাড়িয়ে গেলেন তিনি। ৭ সেঞ্চুরি নিয়ে তালিকার তিনে আছেন মুশফিকুর রহিম।

চারে মোহাম্মদ আশরাফুল (৬) এবং পাঁচে সাকিব আল হাসান (৫)।

আরও পড়ুন:


ইরাককে সমর্থন দেবে রাশিয়া

আমেরিকাকে যুদ্ধের হুমকি দিল তালেবানরা

একদিন হঠাৎ থমকে যাবে সব আয়োজন!

লাগামহীন ভোজ্যতেলের বাজার


শুধু কি তাই, এই নিয়ে টানা দুই টেস্টে সেঞ্চুরির দেখা পেলেন মুমিনুল। এর আগে ২০২০ সালের ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ে বিপক্ষে ঘরের মাঠে অনুষ্ঠিত একমাত্র টেস্টে ১৩২ রান করেছিলেন টাইগারদের টেস্ট অধিনায়ক। এবারের সেঞ্চুরিটি তিনি সাজিয়েছেন ৯টি বাউন্ডারিতে। বল খেলেছেন ১৭৩টি।

তবে এরইমধ্যে মুমিনুলকে ফিরতে হয়েছে সাজ ঘরে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিজেদের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২১৯ রান।

news24bd.tv আহমেদ