ভ্যাকসিন নিলেই মিলবে ১০০ ডলার!

ভ্যাকসিন নিলেই মিলবে ১০০ ডলার!

অনলাইন ডেস্ক

করোনার ভ্যাকসিন গ্রহণ করলে কর্মীদের ১০০ মার্কিন ডলার (প্রায় সাড়ে আট হাজার টাকা) করে দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের সুপার মার্কেট সংস্থা ক্রোগার।

লকডাউনের মধ্যে চাহিদা বৃদ্ধি পাওয়ায় এক লাখেরও বেশি নতুন কর্মী নিয়োগ দিয়েছে সংস্থাটি। পাশাপাশি সহযোগীদের পুরস্কার হিসেবে বাড়তি ৫০ মিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণাও দিয়েছে তারা।

শুধু ক্রোগার নয়, যুক্তরাষ্ট্রে ভ্যাকসিন নিলে কর্মীদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছে আরো কয়েকটি বড় প্রতিষ্ঠান।

এর মধ্যে রয়েছে বাহারি পণ্য বিক্রেতা ডলার জেনারেল, ইনস্টাকার্ট, ট্রেডার জো’স, জার্মান সুপার মার্কেট অ্যালদি প্রভৃতি।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) তথ্যমতে, দেশটিতে প্রথম ধাপে করোনা ভ্যাকসিন দেওয়া হচ্ছে স্বাস্থ্যসেবা কর্মী এবং নার্সিং হোমের বাসিন্দাদের। দ্বিতীয় ধাপে পাবেন ৭৫ বছর বয়শোর্ধ্ব এবং জরুরি খাতের কর্মীরা।


স্বামী পালালেও ২০ কেজি গাঁজা নিয়ে স্ত্রী ধরা

রাশিয়া ও চীনের সাথে আমেরিকার পরমাণু যুদ্ধের আশঙ্কা: অ্যাডমিরাল চার্লস রিচার্ড

জাতিসংঘের নিন্দাপ্রস্তাব আটকে দিল চীন

ট্রাম্পের নীতিতে হাঁটছেন না বাইডেন, বিপাকে সৌদি আরব


করোনাভাইরাস মহামারির কারণে ভয়াবহ সঙ্কটে পড়েছে যুক্তরাষ্ট্র।

নিম্নবিত্তদের দুর্দশা বাড়লেও কপাল খুলেছে উচ্চবিত্তদের। করোনার মধ্যে তাদের অর্থভাণ্ডার আরও ফুলেফেঁপে উঠেছে। এই মহামারিকালেই বিপুল অর্থ আয় করেছে অ্যামাজন, ওয়ালমার্ট, টেসলার মতো প্রতিষ্ঠানগুলো।

সূত্র: এনপিআর

news24bd.tv / নকিব