স্বার্থে আঘাত না লাগলে জান্তা সরকারের বিরুদ্ধে যাবে না চীন

স্বার্থে আঘাত না লাগলে জান্তা সরকারের বিরুদ্ধে যাবে না চীন

অনলাইন ডেস্ক

স্বার্থে আঘাত না লাগলে মিয়ানমারের সামরিক অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে যাবে না চীন এমন মতামত দিয়েছে মিয়ানমারের অন্যতম পত্রিকা ‘দ্য ইরাবতী’।

অং জো বলেন, ‘মিয়ানমারে সামরিক অভ্যুত্থান ব্যর্থ করতে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিলেও মিয়ানমারের সরকার কে হবে, তা নিয়ে চীনের কোনো মাথাব্যথা নেই।

চীন শুধু ওই অঞ্চলে ভূরাজনৈতিক ও ব্যবসায়িক স্বার্থ রক্ষা করতে আগ্রহী। সে স্বার্থে আঘাত না আসা পর্যন্ত সামরিক সরকারের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবে না চীন।


শিশু সন্তান রেখে পরকীয়া প্রেমিকের সঙ্গে উধাও গৃহবধূ

স্বামী পালালেও ২০ কেজি গাঁজা নিয়ে স্ত্রী ধরা

ধর্ষণ ও হত্যাই যেন তার পেশা!


সু চির আইনজীবী জানিয়েছেন যে, সু চিকে গৃহবন্দী করে রাখা হয়েছে। পুলিশ জানিয়েছে সু চি ওয়াকিটকিসহ যোগাযোগের কিছু সরঞ্জাম অবৈধভাবে আমদানি করে ঘরে রেখেছে। এই অভিযোগে তার বিরুদ্ধে মামলাও হয়েছে ইতোমধ্যে।  

উল্লেখ্য, গত ১লা ফেব্রুয়ারি মিয়ানমারে সেনা অভ্যুত্থান হয়েছে।

আটক করা হয়েছে অং সান সু চিসহ প্রেসিডেন্ট এবং দলের শীর্ষ নেতাদের। সৈন্যরা রাস্তায় টহল দিচ্ছে এবং রাতের সময় কারফিউ কার্যকর হচ্ছে।  

news24bd.tv আয়শা