সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বাতিল করলো ভার্জিনিয়া

সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বাতিল করলো ভার্জিনিয়া

অনলাইন ডেস্ক

মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া রাজ্যে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বিলুপ্ত করার পক্ষে ভোট দিয়েছেন সে রাজ্যের আইনপ্রণেতারা।

গত শুক্রবার, সিনেটের ভোটাভুটি শেষে ভার্জিনিয়ার গভর্নর র‍্যালফ নরথাম এই বাতিলের আদেশে স্বাক্ষর করেন।

এই সিদ্ধান্তের অর্থ দক্ষিণ যুক্তরাষ্ট্রের প্রথম স্টেট হিসেবে ভার্জিনিয়া সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বাতিল করছে। এটি এমন সময়ে কার্যকর হল যখন মৃত্যুদণ্ডের বিধান রাখা যৌক্তিক কিনা এ নিয়ে যুক্তরাষ্ট্র জুড়ে বিতর্ক চলছে।

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময়ে দীর্ঘদিন ধরে চলে আসা এই আলোচনা স্থগিত ছিলো। গত এক মাসের ব্যবধানে ১৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর ও নির্বাচন পরবর্তী সময়ে ৬ জনের মৃত্যুদণ্ড এই বিষয়টিকে আবার আলোচনায় নিয়ে আসে।

জাতিসংঘ জানায়, এর সদস্য ১৯৪টি দেশের মধ্যে ১৭০টি দেশই সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডকে বাতিল করলেও যুক্তরাষ্ট্র এক্ষেত্রে ব্যর্থ ছিলো।

তবে ক্যালিফোর্নিয়া সহ এখনও ২৮টি রাজ্যে মৃত্যুদণ্ডের আইন কার্যকর রয়েছে।


আল-জাজিরার বিরুদ্ধে মামলা করা হবে: পররাষ্ট্রমন্ত্রী

খালি পেটে যা খাবেন না

সাইবার ক্রাইমের ফাঁদে শ্রীলেখা!

ট্রাম্পের নীতিতে হাঁটছেন না বাইডেন, বিপাকে সৌদি আরব


যুক্তরাষ্ট্রের ডেথ পেনাল্টি ইনফরমেশন সেন্টার জানায়, ১৯৭৬ সাল থেকে ভার্জিনিয়ায় ১১৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এখনো দুই জনের মৃত্যুদণ্ড স্থগিত অবস্থায় রয়েছে।

news24bd.tv / নকিব