পরিত্রাতা যীশু: বিশ্বের নতুন সপ্তাশ্চর্যের অন্যতম

পরিত্রাতা যীশু: বিশ্বের নতুন সপ্তাশ্চর্যের অন্যতম

Other

ক্রাইস্ট দ্য রেডিমার বা পরিত্রাতা যীশু হলো ব্রাজিলের একটি বিখ্যাত ল্যান্ডমার্ক। ২০০০ সালে এটি বিশ্বের অন্যতম নতুন সপ্তাশচর্য হিসাবে তালিকাভুক্ত হয়। বিশ্বজুড়ে খ্রিস্টান ধর্মের প্রতীক এ ভাস্কর্যটি রিও ডি জেনিরো এবং ব্রাজিল উভয়ের সংস্কৃতির আইকনে পরিণত হয়েছে।

এটি রিও ডি জেনিরো নগরীর দিকে মুখ করে টিজুকা ফরেস্ট ন্যাশনাল পার্কে ৭০০ মিটার (২,৩০০ ফুট) উঁচু করকোভাডো পর্বতের শীর্ষে অবস্থিত।

ফরাসি ইঞ্জিনিয়ার অ্যালবার্ট ক্যাকোটের সহযোগিতায় স্থানীয় প্রকৌশলী হিটার দা সিলভা কস্তা এর নকশা করেন। ফরাসি ভাস্কর পল ল্যান্ডোভস্কি এটি তৈরি করেন। রোমানিয়ান ভাস্কর গেওরগে লিওনিদা এর চেহারার নকশা করেন।  


নেহার ফোন থেকে যে তথ্য পাওয়া গেল!

সাইবার ক্রাইমের ফাঁদে শ্রীলেখা!

নারীসঙ্গের গোপন ভিডিও ফাঁসকারীদের খুঁজছে কারা অধিদপ্তর

বাংলাদেশ-ভারতের বন্ধুত্ব রক্তের অক্ষরে লেখা: প্রধানমন্ত্রী


ভাস্কর্যটি ৮ মিটার (২৬ ফুট) মূলবেদী বাদে ৩০ মিটার (৯৮ফুট) উঁচু।

হাতদুটো ২৮ মিটার (৯২ ফুট) প্রসারিত। কংক্রিট ও সোপস্টোন দিয়ে তৈরি ভাস্কর্যটির ওজন ৬৩৫ মেট্রিক টন।  

এটি নির্মাণে ১৯২২ থেকে ১৯৩১ সাল পর্যন্ত নয় বছর সময় লাগে এবং ব্যয় হয় ২৫০,০০০ মার্কিন ডলার (২০১৯ সালে ৩,৬০০,০০০ ডলার সমতুল্য)। এটি ১৯৩১ সালের ১২ অক্টোবর উদ্বোধন হয়।

news24bd.tv নাজিম